দিল্লি, ৫ জুলাই: দ্বিতীয় মোদি সরকারের আমলে প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বিপুল ভোটে ক্ষমতায় আসার পর বৈপ্লবিক সিদ্ধান্ত নিতে পিছপা নয় কেন্দ্র। তাই বাজেটের পরতে পরতে শুধুই চমক। তেমনই দশটি সেরা চমকের উপরে একবার চোখ বুলিয়ে নিতেই পারি, কী বলেন। এখানেই রইল বাজেটের সেই সেরা দশ চমক___ আরও পড়ুন- Budget 2019: অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কাল প্রথমবার বাজেট পেশ করতে চলেছেন, প্রত্যাশার চাপের কাছে মূল চ্যালেঞ্জ কর্মসংস্থান
- রেলে এবার ‘পিপিপি’ মডেল বা ‘পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ’ জ্বরাগ্রস্ত ভারতীয় রেলের খোলনলচে বদলে ফেলতে বেসরকারি বিনিয়োগ।
- ভারতকে করা হবে উচ্চশিক্ষার হাব৷ বিদেশি ছাত্র টানতে দেশে নয়া শিক্ষানীতি আনবে সরকার৷ নয়া প্রকল্পের নাম হবে স্টাডি ইন ইন্ডিয়া
- আগামী ২ আগস্টের মধ্যে গান্ধীবাদের প্রচারে ইউপিডিয়ার ন্যায় ‘গান্ধীপিডিয়া’ চালু হবে।
- ২০২৪-এর মধ্যে দেশের প্রতিটি ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের৷ রাষ্ট্রীয় জল জীবন মিশন প্রকল্পের ঘোষণা৷
- ‘এক দেশ এক গ্রেড বিদ্যুৎ’ প্রকল্প চালু হবে৷ প্রধানমন্ত্রী আবাস যোজনায় ২০২২-এর মধ্যে দেশজুড়ে নয়া ১ কোটি ৯৫ লক্ষ বাড়ি তৈরি হবে৷ ওই বছরের মধ্যে প্রতি বাড়িতে দূষণহীন জ্বালানি ও বিদ্যুৎ পৌঁছে যাবে৷
- জেন্ডার ইনডেক্স তৈরি হবে। লিঙ্গ বৈষম্য রুখতে নয়া কমিটি তৈরি করবে সরকার। বিশেষ স্কিমের আওতায় যে মহিলারা জনধন অ্যাকাউন্ট খুলেছেন তাঁরা ৫ হাজার টাকা পর্যন্ত ওভার ড্রাফট পাবেন। এক লক্ষ টাকা পর্যন্ত ঋণও পাবেন। এই বাজেটে আলাদা করে নারী সুরক্ষা ও নারী ক্ষমতায়নের উপরে জোর দিয়েছে কেন্দ্রের মোদি সরকার।
- দেশে পা রাখার সঙ্গে সঙ্গেই আধার কার্ড পাবেন এনআরআই-রা। সেজন্য আর মাস ছয়েক অপেক্ষা করার দরকার নেই। ভারতীয় পাসপোর্ট থাকলেই মিলবে এই সুযোগ।
- রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিকে চাগিয়ে তুলতে ৭০ হাজার কোটির সাহায্য করবে কেন্দ্র। আর্থিক ক্ষেত্রে পরিকাঠামো নির্মাণের জন্য আগামী ৫ বছরে ১০০ লক্ষ খরচ করবে সরকার৷ পুরো ব্যাংকিং ব্যবস্থার সংস্কার করা হবে৷
- সাধ্যের মধ্যে বাড়ি তৈরিতে জোর দেবে কেন্দ্র, ৪৫ লক্ষ টাকা পর্যন্ত বাড়ি কেনার উপর ৩.৫ লক্ষ টাকা ঋণের সুদের উপর কর ছাড় পাবেন। আধুনিক বাড়িভাড়া আইন আনা হবে।
- তফশিলি জাতি ও উপজাতিদের জন্য স্টার্ট-আপে বিশেষ সুবিধা দেওয়া হবে। ব্যবসায় উৎসাহ দিতে ব্যাংকগুলি যথাসাধ্য আর্থিক সাহায্য করবে। এতে নতুন ব্যবসায়ীদের উৎসাহ বাড়বে, নানা ক্ষেত্রে বিনিয়োগে উৎসাহ বাড়বে, নিজেদের ব্যবসা বাড়াতেও সহায়ক হবে।