চেন্নাই, ৬ জুনঃ শুক্রবার রাতে তামিলনাড়ুর বহুজন সমাজ পার্টির (BSP) ইউনিট প্রেসিডেন্টকে বাড়ির কাছে প্রকাশ্য রাস্তায় কুপিয়ে খুনের অভিযোগে উত্তপ্ত চেন্নাই। জানা যাচ্ছে, এদিন ৭টা নাগাদ পেরাম্বুর এলাকার সেম্বিয়ামে নিজের বাড়ির সামনে বন্ধু ও কিছু দলীয় কর্মীদের সঙ্গে কথা বলছিলেন বিএসপি নেতা কে আর্মস্ট্রং (Armstrong)। সেই সময়ে বাইপে চেপে তিন দুষ্কৃতী এসে চুরি দিয়ে এলোপাথাড়ি কোপ চালায় বিএসপি নেতার উপর। তৎক্ষণাৎ আর্মস্ট্রংকে উদ্ধার করে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানিয়ে দেন। ইউনিট প্রেসিডেন্টের খুনের ঘটনায় ক্ষুব্ধ দলীয় কর্মী সমর্থকেরা শুরু করেছে বিক্ষোভ। বেসরকারি হাসপাতাল থেকে শুক্রবার রাতেই দেহ ময়নাতদন্তের জন্যে চেন্নাইয়ের রাজীব গান্ধী জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। আর্মস্ট্রংয়ের মৃতদেহ শেষবারের মত দেখতে শুক্রবার রাত থেকেই হাসপাতালের বাইরে ভিড় জমায় কর্মী সমর্থকেরা। শনিবার সকাল থেকে ভিড় বেড়ে ক্রমে তা বিক্ষোভের চেহারা নিয়েছে।
পথ অবরোধ...
#WATCH | Tamil Nadu | Traffic jam at Poonamallee High Road, in Chennai as Bahujan Samaj Party (BSP) workers and supporters block the road outside Rajiv Gandhi Government Hospital.
They are demanding a CBI inquiry into the matter. Armstrong was hacked to death by an unidentified… pic.twitter.com/FQ3YzERdGR
— ANI (@ANI) July 6, 2024
দাবি সিবিআই তদন্তের...
রাজীব গান্ধী জেনারেল হাসপাতালের বাইরে রাস্তার উপর সকাল থেকে বসে পথ অবরোধ শুরু করেন উত্তেজিত জনতা এবং দলীয় কর্মী সমর্থকেরা। যার ফলে চেন্নাইয়ের পুনামল্লি হাই রোডে যানজট তৈরি হয়। পুলিশ এসে সকলকে ছত্রভঙ্গ করতে পরিবেশ নিয়ন্ত্রণে আসে। যান চলাচল স্বাভাবিক হয়। এরপর হাসপাতালের গেটের সামনে জড়ো হয় উত্তেজিত জনতা। গেট ভেঙে ভিতরে প্রবেশের আপ্রাণ চেষ্টা করে বিএসপি কর্মী সমর্থকেরা। দলের ইউনিট প্রেসিডেন্ট আর্মস্ট্রংকে কুপিয়ে খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করেছেন তাঁরা। পুলিশ বিক্ষোভকারীদের হাসপাতালের ভিতর প্রবেশে বাঁধা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে ক্রমাগত।
#WATCH | Chennai, Tamil Nadu | Police prevent protestors from entering hospital premises as Bahujan Samaj Party (BSP) workers and supporters protest outside Rajiv Gandhi Government Hospital demanding a CBI probe of the murder of their state president, Armstrong. pic.twitter.com/RmmiP5yZ2M
— ANI (@ANI) July 6, 2024
বিক্ষোভকারীরা জানাচ্ছে, দলীয় নেতার খুনের ঘটনার তদন্তে তামিলনাড়ু সরকারের উপর আস্থা রাখতে পারছেন না তাঁরা। তাই সিবিআই তদন্তের দাবি জানিয়্যে গর্জে উঠেছে সকলে। এমনকি মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের পদত্যাগের দাবিও জানিয়েছেন তাঁরা। বিক্ষোভকারীদের রুখতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে হাসপাতাল চত্বরে কড়া পুলিশি নিরাপত্তা মোতায়েন করা হয়েছে।