কখনও রাগ, কখনও ভালোবাসা। রাজ্যের ক্ষমতায় একসময় ছিল বহুজন সমাজ পার্টি। সেই দল এখন রাজ্যবাসীর সমস্যা সমাধান করার আগে নিজের পারিবাকি অশান্তি মেটাতে ব্যস্ত। নিজের ভাইপোকে কখনও দলের গুরুত্বপূর্ণ পদে বসাচ্ছেন মায়াবতী, কখনও আবার কথা না মানলে তাঁকে ছাঁটাই করে দিচ্ছেন। এই কারণে বিএসপির একাধিক গুরুত্বপূর্ণ নেতাও দলত্যাগ করছেন। সম্প্রতি ভাইপো আকাশ আনন্দকে দল থেকে বহিস্কার করেছিলেন মায়াবতী (Mayawati), এরপর কাঁদো কাঁদো মুখে ক্ষমা চাইতে দলে ফেরালেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে বসালেন দলের গুরুত্বপূর্ণ পদেও।

গত মাসেই দলে ফিরেছেন আকাশ

জানা যাচ্ছে, গত মাসেই দলে ফিরেছিলেন আকাশ আনন্দ। এরপর রবিবার দলের তরফ থেকে জানানো হয় যে দলের সর্বভারতীয় প্রধান সমন্বয়ক হিসেবে তাঁকে মনোনীত করা হয়েছে। এর আগেও তিনি এই পদে ছিলেন। কিন্তু পারিবারিক অশান্তির জেরে তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হয় এহং পরবর্তীকালে বহিস্কারও করে দেওয়া হয় দল থেকে। একসময় এই আকাশকেই দলের যোগ্য উত্তরসূরী হিসেবে দেখছিলেন মায়াবতী।

অপরিপক্ক নেতা আকাশ আনন্দ

আসলে এমন ঘটনা বিএসপিতে প্রথম হয়নি। বছর দুয়েক আগে অর্থাৎ ২০২৩-এ দলের সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল আকাশকে। এই নিয়ে দলের পুরোনো নেতারা ক্ষুব্ধ হন। পাশাপাশি তাঁর কাজেও অসন্তুষ্ট ছিলেন মায়াবতী। সেই কারণে অপরিপক্ক নেতা বলে লোকসভা নির্বাচনের আগে পদ থেকে সরিয়ে দেওয়া হয় আকাশকে। তবে ভোট মিটতেই ফের তাঁকে ফেরানো হয় ওই একই পদে।