অপারেশন সিঁদুরের পর যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে দুই দেশের মধ্যে। তারপরেও এখনও নিজেদের স্বভাব বদলাচ্ছে না পাকিস্তান। এখনও ভারতের ওপর নজরদারি রাখতে পাঠানো হচ্ছে ড্রোন। যদিও পহেলগাম হামলার পর থেকে সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। সেই কারণে ড্রোন (DJI Drone) দেখলেই নামিয়ে দিচ্ছেন বিএসএফ জওয়ানরা দিনকয়েক আগেই পঞ্জাবের সীমান্ত এলাকা থেকে উদ্ধার হয়েছিল চিনা ড্রোন। এরপর ফের রবিবার সীমান্ত এলাকায় উদ্ধার হল আরও একটি ড্রোন।

সীমান্ত এলাকা থেকে উদ্ধার ড্রোন

জানা যাচ্ছে, অমৃতসরের রতনখুর্দ এলাকায় একটি চাষের জমি থেকে রবিবার সকালে উদ্ধার হয় একটি ডিজিআই ম্যাভিক ৩ ক্লাসিক ড্রোন। তবে ড্রোনটি যান্ত্রিক গোলোযোগের কারণে আচমকাই ভেঙে পড়ে। তখনই জওয়ানদের নজরে আসে বিষয়টি। এরপর তড়িঘড়ি ড্রোনটি বাজেয়াপ্ত করা হয়। তবে ড্রোন থেকে কোনও সন্দেহজনক বস্তু উদ্ধার হয়নি বলে খবর।

সীমান্ত এলাকায় বেড়েছে বিএসএফের নজরদারি

এর আগেও চলতি সপ্তাহে পঞ্জাবের তারন তরণ এলাকা থেকে উদ্ধার হয়েছিল ডিজিআই ম্যাভিক ৩ ক্লাসিক ড্রোন। তবে সেক্ষেত্রে বিএসএফ জওয়ানরা সেটি নীচে নামায়। এদিনে ঘটনার পর সীমান্ত এলাকায় বাড়ানো হল নজরদারি।