Jail - Representational Image (File Photo)

মিজোরাম (Mizoram) থেকে ফের উদ্ধার বিপুল পরিমাণের মাদক। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালে আইজল-চাম্ফাই জাতীয় মহাসড়ক চারটি গাড়ি থেকে উদ্ধার হয়েছে ৭৫.৮২ কোটি টাকার নিষিদ্ধ মাদক। যার মধ্যে রয়েছে হেরোইন ও মেথ। ওজন ছিল কমপক্ষে ৫০ কেজি। এই অভিযানে আটক হয়েছে কমপক্ষে ৮ জন পাচারকারী। বাজেয়াপ্ত হয়েছে ৪টি গাড়ি। তার মধ্যে ২টি লরি রয়েছে। অভিযুক্তদের সঙ্গে বড়সড় পাচারচক্রের হাত রয়েছে বলে অনুমান তদন্তকারী আধিকারিকরা।

৪টি গাড়ি থেকে উদ্ধার মাদক

বিএসএফ (BSF) মিজোরাম এবং কাছাড় সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে জানিয়েছে গত ২১ অগাস্ট গোপনসূত্রে খবর পেয়ে কেইফাং-সেলিং-এর কাছে ৬ নম্বর জাতীয় সড়কে নজরদারি রাখা হয়। আর তারপরই ৪টি গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় মাদকের অসংখ্য প্যাকেট। জানা যাচ্ছে, এই মাদকগুলি চোরাপথে সীমান্ত পার করার  পরিকল্পনা ছিল পাচারকারীদের। কিন্তু তা আটকে দেয় যৌথ বাহিনীর সদস্যরা।

যৌথ অভিযানে আটক পাচারকারীরা

এই অভিযান আইজল সেক্টরের বিএসএফ, আইজলের এনসিবি বিভাগ ও মিজোরামের আবগারী দফতর যৌথভাবে করেছে। আটক হওয়া পাচারকারীদের জিজ্ঞাসাবাদ করে পাচারচক্রের মূল পাণ্ডাদের ধরার চেষ্টা করছে তদন্তকারীরা। সেই সঙ্গে সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি।