Representational Image (Photo Credits: Pixabay)

ফের পঞ্জাব (Punjab) থেকে আটক হল এক পাকিস্তানি নাগরিক। শুক্রবার সকালে ফিরোজপুর জেলার জালালাবাদের ভারত-পাক সীমান্ত এলাকায় বিএসএফ জওয়ানদের হাতে আটক হয় ওই পাক নাগরিক। তাঁর থেকে উদ্ধার হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র। সেগুলি ইতিমধ্যেই বাজয়াপ্ত করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে অনুপ্রবেশকারীকে। অভিযুক্ত কোন অভিসন্ধীতে এদেশে এসেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে সীমান্ত এলাকায় নজরদারি বাড়িয়েছে বিএসএফ জওয়ানরা।

উদ্ধার হয়েছে একাধিক সন্দেহজনক নথিপত্র

জানা যাচ্ছে, এদিন সকালে সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় মধ্যবয়স্ক ব্যক্তিকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদ করলে ব্যক্তিটি নিজেকে প্রাথমিকভাবে ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় দেয়। তবে তাঁর থেকে উদ্ধার হওয়া নথি দেখে সন্দেহ হয় জওয়ানদের। অবশেষে জেরার মুখে সে নিজেকে পাক নাগরিক হিসেবে স্বীকার করে। ধৃত ব্যক্তি পাকিস্তানের শকরগড় জেলার নারোয়াল তহসিলের বাসিন্দা। তাঁর থেকে উদ্ধার হয়েছে পাক মুদ্রা।

তদন্ত করছে পুলিশ

খবর পেয়ে ঘটনাস্থলে আসে লাখা কে বেহরাম থানার পুলিশ। অভিযুক্তকে আটক করে তদন্ত শুরু করেছে। পুলিশের অনুমান, অভিযুক্ত অবৈধ জিনিসপত্র পাচার করার চক্রে জড়িত। তবে কী কারণে সে এদেশে এসেছে, তা জানার চেষ্টা করছে পুলিশ।