প্রতীকী ছবি (Photo Credits: IANS)

নয়াদিল্লিঃ খোদ রাজধানীতে(National Capital) ধর্ষণ(Gang Rape) এবং শ্লীলতাহানির ঘটনা। দিল্লিতে ডেকে এনে ব্রিটিশ তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। ধৃতদের এক জন ওই তরুণীর বন্ধু। অপর জন ওই অভিযুক্তেরই পরিচিত। ইতিমধ্যেই এই দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, চলতি মাসে ভারতে বেড়াতে এসেছিলেন ওই তরুণী। মূলত মহারাষ্ট্র ও গোয়া ঘুরে দেখার পরিকল্পনা ছিল। ভারত সফরে এসে সামাজিক মাধ্যমে আলাপ হওয়া বন্ধুর সঙ্গে দেখা করার উদ্যোগ নেন। সেই বন্ধুই তাঁকে দিল্লিতে আসতে বলে। বন্ধুর ডাকে দিল্লি আসেন তিনি। দিল্লির একটি হোটেলে গিয়ে ওঠেন।

ভারতে বেড়াতে এসে ধর্ষণের শিকার ব্রিটিশ তরুণী

অভিযোগ, মঙ্গলবার রাতে সেই হোটেলেই হাজির হয় অভিযুক্ত। সঙ্গে ছিল তার এক সঙ্গী। এরপর ওই ব্রিটিশ তরুণীকে ধর্ষণ করে অভিযুক্ত বন্ধু। শ্লীলতাহানির অভিযোগ উঠ‌েছে অপর যুবকের বিরুদ্ধে। বুধবার সকালে দিল্লির বসন্তকুঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ওই দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। ভিযোগকারিণী ব্রিটেনের নাগরিক হওয়ায় নিয়ম অনুযায়ী ব্রিটিশ হাই কমিশনকে গোটা বিষয়টি জানানো হয়। হাই কমিশনের তরফে ওই ব্রিটিশ তরুণীকে সব রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়। তদন্তে নেমে জানা গিয়েছে, মূল অভিযুক্ত একটি বেসরকারি সংস্থায় কর্মরত। অপর জন হাউসকিপিং স্টাফ বলে সূত্রের খবর।

দিল্লির হোটেলে ধর্ষণের শিকার ব্রিটিশ তরুণী