নিজের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থা সংক্রান্ত যাবতীয় অভিযোগের দায় ঝেড়ে ফেলতে দিল্লি হাইকোর্টে আবেদন র প্রাক্তন সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিং (Brij Bhushan Sharan Singh)। জানা যাচ্ছে, এই আবেদনের মাধ্যমে এফআইআর, চার্জশিট এবং মামলার অভিযোগ সংক্রান্ত ট্রায়ালকে চ্যালেঞ্জ করেছেন বিজেপির প্রাক্তন সাংসদ। প্রসঙ্গত, বছরখানেক আগে ব্রিজ ভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার মতো গুরুতর অভিযোগ তোলেন একাধিক কুস্তিগীর। সাক্ষী মালিক, বজরং পুনিয়া সহ একাধিক কুস্তিগীর এই ঘটনার প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছিল। এরপর বিজেপি নেতার বিরুদ্ধে ৩৫৪ডি, ৫০৬, ৩৫৪, ৩৫৪ এ সহ একাধিক ধারায় মামলা রুজু হয়। এবং এই ঘটনার পর ফেরাডেশন থেকে তাঁকে বহিস্কারও করা হয়ছিল।
প্রসঙ্গত, উত্তরপ্রদেশে বিজেপির অন্যতম প্রভাবশালী নেতা ছিলেন ব্রিজ ভূষণ। ছয়বারের সাংসদ ছিলেন তিনি। তবে তাঁর বিরুদ্ধে অতীতেও এই ধরনের একাধিক অভিযোগ উঠেছিল। কিন্তু প্রতিবারই তথ্য প্রমাণের অভাবে তিনি বেঁচে যেতেন। তবে এবারে কুস্তিগীরদের প্রতিবাদের কারণে বিজেপির পক্ষ থেকে ব্রিজ ভূষণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়। এমনকী এই অভিযোগ সামনে আসার পর তাঁকে গত লোকসভা নির্বাচনে টিকিটও দেওয়া হয়। তবে অবশ্য ব্রিজ ভূষণের জায়গায় তাঁর ছেলে করণ ভূষণ সিংকে টিকিট দেওয়া হয় এবং তিনি জিতেও যান।
Former WFI president and BJP leader Brij Bhushan Sharan Singh has moved the Delhi High Court challenging the ongoing trial court proceedings against him related to the Delhi Police FIR. This FIR was filed based on complaints from several women wrestlers. Singh's petition seeks to… pic.twitter.com/ErHmA4b9fA
— ANI (@ANI) August 28, 2024