Security heightened outside the NIA Headquarters (Photo Credit: X)

দিল্লি, ২৬ মে: পাকিস্তানের (Pakistan) হয়ে চরবৃত্তির (Pak Spy) অভিযোগে গ্রেফতার সিআরপিএফ (CRPF) কর্মী। রিপোর্টে প্রকাশ, এনআইএ এবার এক সিআরপিএফ জওয়ানকে গ্রেফতার করেছে, যার বিরুদ্ধে পাকিস্তানের হয়ে চরবৃৃত্তির অভিযোগ উঠেছে। পাকিস্তানের পিআইও অফিসারদের হাতে গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগেই ওই সিআরপিএফ জওয়ানকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।

জানা যাচ্ছে, যে সিআরপিএফ জওয়ানকে গ্রেফতার করা হয়েছে, তার নাম মোতি রাম জাট। ২০২৩ সাল থেকে ওই সিআরপিএফ কর্মী ভারতের (India) বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পিআইও-র হাতে তুলে দিচ্ছিল। শুধু তাই নয়, পাক গুপ্তচর বিভাগের কর্মীদের হাতে ভারতের গুরুত্বপূর্ণ তথ্য তুলে দিয়ে অর্থ উপার্জন করত। বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে মোতি রাম জাটের কাছে  টাকা আসত পাকিস্তান থেকে। এমন খবরও মিলছে।

দিল্লিতে (Delhi) গ্রেফতার করা হয়েছে মোতি রাম জাট নামে ওই জওয়ানকে। গ্রেফতারির পর আদালতে তোলা হলে মোতি রাম জাটকে আগামী ৬ জুন পর্যন্ত এনআইএ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Jyoti Malhotra: লাহোরের আনারকলি বাজারে জ্যোতির পাশে ঘুরে বেড়াচ্ছিল ৬ বন্দুকধারী, স্কটিশ ইউটিউবারের কথায় শিউরে উঠবেন

জ্যোতি মালহোত্রার গ্রেফতারি 

গত ১৬ মে গ্রেফতার করা হয় জ্যোতি মালহোত্রাকে (Jyoti Malhotra)। পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে হরিয়ানা পুলিশ গ্রেফতার করে জ্যোতিকে। জানা যায়, দিল্লির পাকিস্তান হাই কমিশনের অফিসার দানিশের হাত ধর চরবৃত্তি করত জ্যোতি। দানিশই তাকে আলি আওহান নামে এক ব্যক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এরপর আলি পাকিস্তানে থাকার জন্য জ্যোতির সব ব্যবস্থা করে দেয়। পাকিস্তানে থাকাকালীন জ্যোতি শাকিব এবং আরও এক আইএসআই এজেন্টের সঙ্গে পরিচিত হয় এবং তারপর শুরু হয় হরিয়ানার ইউটিউবারের চরবৃত্তির কাজ।

গত ২২ এপ্রিল পহেলগাম (Pahalgam Terror Attack)  হামলার আগে জ্যোতি পাকিস্তানে যেমন যায়, তেমনি তার কাশ্মীরের পহেলগামে যাওয়ার খবরও পান গোয়েন্দারা। জ্যোতির সঙ্গে আর কার কার যোগ রয়েছে, সে বিষয়ে জোরদার তল্লাশি শুরু হয়েছে।