Virus (Photo Credit: Wikimedia Commons)

ত্রিবান্দ্রাম, ৩ সেপ্টেম্বর: ব্রেন ইটিং অ্যামিবার (Brain Eating Amoeba) আতঙ্ক বাড়ছে কেরলে (Kerala)। ব্রেন ইটিং অ্যামিবার প্রকোপ যে দক্ষিণের এই রাজ্যে ক্রমশ বাড়ছে, তা স্পষ্ট। নাক দিয়ে মস্তিষ্কে ঢুকে, তারপর ঘিলু কুড়ে খেয়ে যে কোনও কাউকে মেরে ফেলছে এই ভাইরাস। ব্রেন ইটিং অ্যামিবার প্রাদুর্ভাব কেরলে বাড়তে শুরু করায়, ইতিমধ্যেই ২ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৩ বছরের এক শিশুও রয়েছে। এবার ব্রেন ইটিং অ্যামিবার প্রদুর্ভাবের কথা স্বীকার করে নেওয়া হল কেরল সরকারের তরফে।

কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ বুধবার এ বিষয়ে একটি সাংবাদিক সম্মেলনে করেন। সেখানে বীণা জর্জ বলেন, ব্রেন ইটিং অ্যামিবার প্রকোপ কেরলে বাড়ছে কারণ এই রাজ্যে খুব সুচারুভাবে এই রোগের সনাক্তকরণ করছে। ফলে এই রোগ কেরলে ধরা পড়ছে। এমনই জানান কেরলের স্বাস্থ্যমন্ত্রী।

আরও পড়ুন: Brain Eating Amoeba: মারণ ব্রেন ইটিং অ্যামিবার প্রকোপ বাড়ছে কেরলে, আক্রান্ত ৪২, নাক দিয়ে ঢুকে মাথায় গিয়ে ঘিলু খাচ্ছে এই পোকা

এসবের পাশাপাশি ব্রেন ইটিং অ্যামিবার কামড়ে ২ জনের মৃত্যু হয়েছে বলে সরকারিভাবে  সে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী স্বীকারও করে নিয়েছেন। মস্কিষ্কে সংক্রমণের জেরেই ওই ২ জনের মৃত্যু হয়েছে বলে জানান বীণা জর্জ।

শুনুন কী বললেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী...

 

প্রসঙ্গত কোঝিকোড় মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার সময় ওই ২ জনের মৃত্যুও হয় বলে জানান কেরলের স্বাস্থ্যমন্ত্রী।

ব্রেন ইটিং অ্যামিবা নামের ভাইরাসে কেউ আক্রান্ত হলে, তাঁর শরীরে নানা ধরনের উপসর্গ দেখা দেবে। যার মধ্যে রয়েছে, জ্বর, প্রচণ্ড মাথা ব্যাথ, বমি। কখনও কখনও বমি বমি ভাব সারাদিন, রাত ধরে। যে ব্যক্তি ব্রেন ইটিং অ্যামিবায় আক্রান্ত হবেন, তাঁর কাধ শক্ত হয়ে যাবে হঠাৎ করে। সেই সঙ্গে উজ্জ্বল আলোয় তাঁর তাকাতেও কষ্ট হবে বলে জানা যাচ্ছে।