Brain Eating Amoeba, Representational Image (Photo Credit: Latestly)

ত্রিবান্দ্রাম, ২ সেপ্টেম্বর: ব্রেন ইটিং অ্যামিবা (Brain Eating Amoeba)  সংক্রমণ বাড়ছে কেরলে (Kerala)। ২০২৫ সালে এখনও পর্যন্ত ব্রেন ইটিং অ্যামিবার সংক্রমণে ৪২ জন আক্রান্ত হয়েছেন বলে খবর। যাঁদের মধ্যে গত অগাস্ট মাসে ২ জনের মৃত্যু হয়েছে। অগাস্টে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে একজনের বয়স মাত্র ৩ মাস। অন্যজন ৫২ বছরের। দুজনই ব্রেন ইটিং অ্যামিবায় আক্রান্ত হয়ে মারা যান বলে খবর। কোজিকোড়েই ওই ২ জনের মৃত্যু হয়।

গত অগাস্টের আগে আরও একজনের মৃত্য়ু হয় ব্রেন ইটিং অ্যামিবার কবলে পড়ে। যার বয়স ৯ বছর। এমনই একাধিক ঘটনা সামনে আসছে কেরল থেকে। যেখানে এই ব্রেন ইটিং অ্যামিবা মাথার ঘিলু খুবলে খাচ্ছে এবং আক্রান্তকে ঠেলে দিচ্ছে মৃত্যু দিকে।

কেরলে যখন ব্রেন ইটিং অ্যামিবার প্রকোপ বাড়ছ, সেই সময় সে রাজ্যের সরকারের তরফে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে।

কোন কোন জায়গা থেকে এই মারাত্মক অ্যামিবার খপ্পরে পড়তে পারে মানুষ 

চিকিৎসকদের কথায়, পরিস্কার, মিষ্টি জলে এই ব্রেন ইটিং অ্যামিবার বাস। পুকুর, লেক, কুঁয়ো, নদী, সুইমিং পুলে এদের বসবাস। সুইমিং পুলের জল যদি ক্লোরিন যদি পরিষ্কার না করা হয় তাহলে সেখানেও হানা দিচ্ছে এই ব্রেন ইটিং অ্যামিবা। বিশেষ করে গরম এবং বর্ষার সময়।

জলে স্নান করার সময়, সাঁতার কাটার সময় কিংবা চাষবাস করার সময় নাক দিয়ে এই ব্রেন ইটিং অ্যামিবা শরীরে ঢুকে পড়ছে। নাক দিয়ে ঢুকে এই অ্যামিবা সোজাসুজি মাথায় পৌঁছে যাচ্ছে। তারপরই শুরু করছে ধ্বংসাত্বক কাজকর্ম।

কেরলে বাড়ছে সংক্রমণ 

২০২৪ সালে কেরলে ৩৬ জন ব্রেন ইটিং অ্যামিবায় সংক্রমিত হন। ২০২৫ সালে সেই সংখ্যা এখন পৌঁছে গিয়েছে ৪২ জনে। বছর শেষ হতে না হতে, এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

কীভাবে মিষ্টি জলে ব্রেন ইটিং অ্যামিবা ছড়াচ্ছে

জানা যাচ্ছে, পুকুর, কুঁয়ো কিংবা কোনও জলাশয়ের জল যদি পচে যায়, তাহলে সেখানে ব্রেন ইটিং অ্যামিবার প্রকোপ বাড়ছে। তাই এই ধরনের জলাশয়ে যেতে যেমন নিষেধ করা হচ্ছে, তেমনি নাক দিয়ে যাতে জল কোনওভাবে টানা না হয়স সে বিষয়েও সতর্ক করা হচ্ছে চিকিৎসকদের তরফে।

ব্রেন ইটিং অ্যামিবার উপসর্গ

ব্রেন ইটিং অ্যামিবায় আক্রান্ত হলে প্রচণ্ড জ্বর হবে

মাথায় খুব যন্ত্রণা হবে

বমি হবে কিংবা সব সময় বমি বমি ভাব হবে

কাধ শক্ত হয়ে যাবে

আলো দেখলে বিরক্ত লাগবে

কীভাবে সুরক্ষিত থাকবেন এই ব্রেন ইটিং অ্যামিবার হাত থেকে  

কোনও পুকুর, হ্রদ বা বাইরের খোলা জায়গার জলাশয়ে স্নান করবেন না।

নাক পরিষ্কার করুন ফোটানো জল দিয়ে কিংবা ফিল্টারের জল দিয়ে। অপরিষ্কার জল দিয়ে কখনও নাক পরিস্কার করবেন না।