বিষ্ণু রাজোরিয়া (ছবিঃ:X)

নয়াদিল্লিঃ দেড়শো কোটির দেশ। জনসংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বেকারত্ব। এরই মাঝে ব্রাহ্মণ দম্পতিদের চারটি সন্তান নেওয়ার কথা বলেন মধ্যপ্রদেশ সরকারি বোর্ডের প্রধান পণ্ডিত বিষ্ণু রাজোরিয়া(Vishnu Rajoria)। তাঁর কথামতো চার সন্তান নিলে ১ লক্ষ টাকা করে দেওয়ার কথাও ঘোষণা করেছে তিনি। পরশুরাম কল্যাণ বোর্ডের (Parashuram Kalyan Board Chairman )সভাপতির এই মন্তব্য শোরগোল ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। তাঁর দায়িত্বজ্ঞানহীন মন্তব্যে তোপ দাগছেন বিরোধীরা।

বিষ্ণুর মন্তব্যে বিতর্কের ঝড়

এদিন বাজোরিয়া বলেন, "দেশে ধর্মবিরোধীদের সংখ্যা ক্রমশ বাড়ছে। তরুণদের নিয়ে আমি আশাবাদী। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার দাটিয়ত্ব আমার। আমি চাই একটি সন্তানে সন্তুষ্ট না থেকে কমপক্ষে চারটি সন্তানের জন্ম দিন।" শুধু তাই নয়, এরপর তিনি আরও যোগ করেন, " যে সম্পতি চার সন্তানের জন্ম দেবেন তাঁদের ১ লক্ষ টাকা দেওয়া হবে। আমি বোর্ড সভাপতি থাকি বা না থাকি এই পুরস্কার দেওয়া হবে।" যদিও তিনি জানান, এই সিদ্ধান্ত তাঁর একান্ত ব্যক্তিগত। সরকারের তরফে এমন কোনও ঘোষণা হয়নি। বাজোরিয়ার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক।

চার সন্তান নিলেই মিলবে ১ লক্ষ, বড় ঘোষণা বোর্ড সভাপতির