Photo Credits: DD

হুব্বালি: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Indian Prime Minister Narendra Modi) যে দেশের আট থেকে আশি, সববয়সী মানুষদের মধ্যেই জনপ্রিয় ফের তার প্রমাণ পাওয়া গেল। কর্নাটকের (Karnataka) হুব্বালিতে (Hubballi) রোডশো (roadshow) করার সময় নিরাপত্তারক্ষীদের বেষ্টনী ভেদ করে নরেন্দ্র মোদিকে ফুলের মালা (garland) পড়াতে তাঁর কাছে পৌঁছে গেল এক কিশোর (Boy)। নিরাপত্তারক্ষীরা তড়িঘড়ি তাকে সরিয়ে দিলেও ততক্ষণ কিশোরটির হাতে থাকা ফুলের মালা নিজের হাতে তুলে নিয়েছেন প্রধানমন্ত্রী।

সংবাদ সংস্থা এএনআইয়ের (ANI) টুইট করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, বৃহস্পতিবার দুপুরে কর্নাটকের হুব্বালিতে রোডশো করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আচমকা রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি কিশোর ব্যারিকেড টপকে তাঁকে ফুলের মালা পড়াতে এগিয়ে আসে। বিষয়টি দেখতে পেয়ে নিরাপত্তারক্ষীরা তাকে সরিয়ে দিলেও গাড়ির সামনে দাঁড়িয়ে থাকা প্রধানমন্ত্রী মোদি ততক্ষণে কিশোরটির হাত থেকে মালাটি নিজের হাতে তুলে নিয়ে গাড়ির ছাদে রাখেন। আরও পড়ুন: Gujarat Shocker: নাবালিকা বান্ধবীর সঙ্গে জোর করে সঙ্গম, গর্ভবতী অবস্থায় পুলিশের দ্বারস্থ নির্যাতিতা