নতুন দিল্লি, ৬ অক্টোবর: ১১ লাখ কর্মচারীকে (Employees) দীপাবলী বোনাস (Bonus) দিচ্ছে রেল (Indian Railways)। ২০২০-২১ অর্থবর্ষে রেলের আরপিএফ ও আরপিএসএফ কর্মচারী বাদে সাড়ে ১১ লাখের বেশি নন-গেজেটেড কর্মচারী ৭৮ দিনের বোনাস পাবেন। বুধবার রেল মন্ত্রকের প্রস্তাবে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, "রেলের কর্মচারীদের ৭৮ দিনের বোনাস দেওয়ার জন্য ১ হাজার ৯৮৪.৭৩ কোটি খরচ হবে বলে অনুমান করা হয়েছে। সাড়ে ১১ লাখ ৫৬ হাজার নন-গেজেটেড কর্মচারী এই সিদ্ধান্তে উপকৃত হবেন। এতে রেলের কর্মক্ষমতা উন্নত করার জন্য তাঁরা অনুপ্রাণিত হবেন বলে আশা করা হচ্ছে।"
রেল মন্ত্রক সিদ্ধান্ত নেয় প্রতি মাসে সর্বোচ্চ ৭ হাজার টাকা হিসেবে ৭৮ দিনে সর্বোচ্চ ১৭ হাজার ৯৫১ টাকা বোনাস হিসেবে দেওয়া হবে বলে অনুরাগ জানান। দশেরা ছুটির আগেই রেলের কর্মচারীরা প্রতি বছর বোনাসের টাকা পেয়ে যান। চলতি বছরের ছুটির আগেই এবারও তা দিয়ে দেওয়া হবে। আরও পড়ুন: China Warns World War Three: তৃতীয় বিশ্বযুদ্ধ যে কোনও সময় শুরু হতে পারে, হুঁশিয়ারি চিনের!
২০১৯-২০ অর্থবর্ষেও ৭৮ দিনের বোনাস দেওয়া হয়েছিল। খরচ হয়েছিল মোট ২ হাজার ৮১ কোটি ৬৮ লাখ টাকা।