মুম্বই, ৭ সেপ্টেম্বর: এবার থেকে গাড়িতে চড়লেই সিট বেল্ট বাধতে হবে। আপনি সামনে বসুন বা পিছনে, গাড়িতে থাকা প্রত্যেক যাত্রীকে বাধতে হবে সিট বেল্ট। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি এই সিদ্ধান্তের কথা জানান। পাশাপাশি গড়করি আরও বলেন, সিট বেল্ট বাধ্যতামূলক বলে আগামী ৩ দিনের মধ্যে নির্দেশিকা জারি করবে কেন্দ্রীয় সরকার। নীতিন গড়করির ওই মন্তব্যের পর পালটা ট্যুইট করলেন বলিউড অভিনেত্রী পূজা ভাট।
পূজা বলেন, সিট বেল্ট, এয়ারব্যাগ সব গুরুত্বপূর্ণ। কিন্তু খানাখন্দে ভরা রাস্তা, ভাঙাচোরা রাস্তাগুলির কী হবে! কবে থেকে বন্ধ হবে বাজে জিনিস ব্যবহার করে রাস্তা তৈরির কাজ! যঁরা এই ধরনের কাজ করেন, কবে তাঁরা নিজেদের কুকর্মের জন্য শাস্তি পাবেন বলেও প্রশ্ন তোলেন বলিউড অভিনেত্রী। যে রাস্তা তৈরি হয়ে গিয়েছে, তা দেখভাল করে সুস্থ রাখার কাজই বা কবে থেকে শুরু হবে বলে প্রশ্ন তোলেন মহেশ ভাট কন্যা।
All this talk of seat-belts & air bags. Important? Yes! But more so is fixing potholes & damaged roads. When will the usage of substandard material to build our roads,highways,freeways be deemed criminal. Also maintaining those roads once built & inaugurated with pomp is key
— Pooja Bhatt (@PoojaB1972) September 7, 2022
সম্প্রতি টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির মৃত্যু গোটা দেশে আলোড়ন সৃষ্টি করেছে। সাইরাস মিস্ত্রি পিছনের আসনে বসেছিলেন। তাঁর কোনও সিট বেল্ট বাধা ছিল না। সাইরাসদের গাড়ি যখন দুরন্ত গতিতে ছুটছিল, সেই সময় তা দুর্ঘটনার মুখে পড়ে। মাথায় এবং বুকে আঘাত লাগে সাইরাস মিস্ত্রি। ফলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সাইরাস মিস্ত্রির মৃত্যুর পরপরই সিট বেল্ট বাধ্যতামূলকভাবে জানান কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি।