দিল্লি, ৭ সেপ্টেম্বর: গাড়িতে থাকা প্রত্যেক যাত্রীর জন্য সিট বেল্ট অবধারিত। গাড়িতে উঠলেই বাঁধতে হবে সিট বেল্ট। এমনই জানালেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। সম্প্রতি টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির মৃত্যু গোটা দেশে আলোড়ন সৃষ্টি করেছে।
সাইরাস মিস্ত্রি পিছনের আসনে বসেছিলেন। তাঁর কোনও সিট বেল্ট বাধা ছিল না। সাইরাসদের গাড়ি যখন দুরন্ত গতিতে ছুটছিল, সেই সময় তা দুর্ঘটনার মুখে পড়ে। মাথায় এবং বুকে আঘাত লাগে সাইরাস মিস্ত্রি। ফলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
সাইরাস মিস্ত্রির মৃত্যুর পরপরই এবার গাড়িতে উপস্থিত প্রত্যেক যাত্রীকে সিট বেল্ট পরতে হবে বলে কেন্দ্রীয় মন্ত্রী নির্দেশ দেন। আগামী ৩ দিনের মধ্যে কেন্দ্রীয় সরকারের তরফে গোটা দেশে এই নির্দেশ জারি করা হবে বলেও জানান নীতিন গড়করি।
कार में बैठने वाले सभी लोगों के लिए सीट बेल्ट लगाना अब होगा अनिवार्य : केंद्रीय मंत्री श्री @nitin_gadkari जी। pic.twitter.com/Q66XaZhqhm
— Office Of Nitin Gadkari (@OfficeOfNG) September 6, 2022