দিল্লি, ৭ সেপ্টেম্বর: ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে, বুধবার থেকে ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) শুরু করছে কংগ্রেস। কন্যাকুমারী থেকে বুধবার ভারত জোড়ো যাত্রা শুরু করবেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। আগামী ১৫০ দিন ধরে কংগ্রেসের এই রাজনৈতিক কর্মকাণ্ড চলবে বলে জানা যাচ্ছে।
ভারত জোড়ো যাত্রা শুরুর আগে আজ তামিলনাড়ুর স্রাইপেরুমবুদুরে বাবা রাজীব গান্ধীর স্মৃতির উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করেন। ১৯৯১ সালের ২১ মে তামিলনাড়ুর এই স্রাইপেরুমবুদুরে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে হত্যা করা হয়। বাবার স্মৃতির উদ্দেশেই আজ শ্রদ্ধা নিবেদন করেন রাহুল গান্ধী।
I lost my father to the politics of hate and division. I will not lose my beloved country to it too.
Love will conquer hate. Hope will defeat fear. Together, we will overcome. pic.twitter.com/ODTmwirBHR
— Rahul Gandhi (@RahulGandhi) September 7, 2022
স্রাইপেরুমবুদুরে রাজীব গান্ধীর স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে রাহুল বলেন, নোংরা রাজনীতির বলি হতে হয় তাঁরক বাবাকে। তাই নিজের দেশকে তিনি আর হারাতে চান না। ভালবাসা দিয়েই ঘৃণাকে জয় করা যায়। সবাই একসঙ্গে দেশ থেকে ঘৃণার বাতাবরণকে সরিয়ে ফেলতে হবে বলে ট্যুইট করে রাহুল গান্ধী।
কন্যাকুমারী থেকে যে ভারত জোড়ো যাত্রার সূচনা হচ্ছে, তা শেষ হবে কাশ্মীরে গিয়ে। ১৫০ দিনে দেশের ১২টি রাজ্যের মধ্যে দিয়ে এই যাত্রা হবে। ৩৫০০ কিলোমিটার এলাকা রাহুলের এই কর্মসূচির আওতায় আসবে বলে জানান কংগ্রেস সাংসদ। ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখেই কংগ্রেস এই ভারত জোড়ো যাত্রার সূচনা করছে।
ভারত জোড়ো যাত্রা শুরুর আগে মঙ্গলবার তামিলনাড়ুতে হাজির হন রাহুল গান্ধী। ভারতের রাজনীতিতে কংগ্রেসের এই ভারত জোড়ো যাত্রা এক আমূল পরিবর্তন আনবে বলে মনে করছেন কংগ্রেস নেতৃত্ব।