মাওবাদী নিকেশ অভিযান এখনও অব্যাহত ছত্তিশগড়ে (Chhattisgarh)। শুক্রবার বিজাপুরের জঙ্গলে ছত্তিশগড় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী যৌথ অভিযান চালায়। আর তাতেই খতম হয়েছে ৪ নকশাল নেতা। জানা যাচ্ছে, ঘটনাস্থল থেকে পালিয়েছে বাকিরা। সেই কারণে মাওবাদীদের ডেরায় তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ। উদ্ধার হয়েছে এসএলআর ও আইএনএসএএস রাইফেল। মৃতদের দেহ ইতিমধ্যেই জঙ্গল থেকে বের করে আনা হয়েছে। যদিও নিহত মাওবাদীদের নাম, পরিচয় এখনও প্রকাশ্যে আনা হয়নি। এদিকে বাহিনীর সদস্যরা সকলেই সুরক্ষিত রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন। তবে এখনও বাকি মাওবাদীদের খোঁজে অব্যাহত রয়েছে তল্লাশি অভিযান।
দেখুন পোস্ট
Chhattisgarh | Bodies of 4 maoists recovered in the ongoing encounter between security forces and maoists in Bijapur. A huge quantity of weapons, including INSAS and SLR rifles recovered from the spot: IG Bastar, P Sundarraj
— ANI (@ANI) July 26, 2025