বৃহস্পতিবার সকাল থেকেই বিহারে প্রথম দফার নির্বাচন শুরু হয়েছে। গতকাল প্রচারের শেষলগ্নে নয়াদিল্লি থেকে সাংবাদিক সম্মেলনে হরিয়ানা বিধানসভা নির্বাচনে কারচুপির অভিযোগ তোলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। তাঁর দাবি, হরিয়ানার ২৫ লক্ষ ভুয়ো ভোট পড়েছিল। যার জোরেই বিজেপি সরকার গড়তে পেরেছে। তাঁর এই দাবির পর হরিয়ানার নির্বাচন কমিশনারের পক্ষ থেকে শুধু বলা হয়, আগামী কয়েকঘন্টার মধ্যেই তথ্যপ্রমাণ দিয়ে এর জবাব দেওয়া হবে। যদিও ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও রাহুলের অভিযোগের যোগ্য জবাব দিতে পারেনি কমিশন।

কী বললেন কংগ্রেস সাংসদ?

এই ইস্যুতে এবার বিহারের পুর্নিয়াতে ভোটপ্রচারে গিয়ে ফের বিজেপিকে বিঁধেছে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি বলেন, গতকাল আমি একটি সাংবাদিক বৈঠকে হরিয়ানা নির্বাচনে ভোট চুরির অভিযোগ তুলেছিলাম। আমি তথ্যপ্রমাণ দেখিয়ে এই অভিযোগ করেছি। যেখানে দেখা যাচ্ছে একটি মহিলার ছবি দিয়ে কোথাও ২৫টা, কোথাও ৫০টা, কোথাও আবার ২০০টি ভুয়ো ভোট পড়েছে। এই অভিযোগের জবাব এখনও দিতে পারেনি নির্বাচন কমিশন এবং বিজেপি।

দেখুন রাহুল গান্ধীর মন্তব্য

রাহুলের ভোটচুরির অভিযোগ

প্রসঙ্গত, গত বুধবার সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধী অভিযোগ করেন হরিয়ানাতে কীভাবে ভোটচুরি হয়েছিল। একইভাবে কয়েকমাস আগে কর্ণাটক ও মহারাষ্ট্র নির্বাচনেও কারচুপির অভিযোগ তুলেছিলেন সোনিয়াপুত্র। যদিও এবারে তাঁর কাছে আছে তথ্যপ্রমাণ। এবার এই অভিযোগের প্রভাব বিহার নির্বাচনে পড়বে কিনা এখন সেটাই দেখার