দিল্লি, ২৬ অগাস্ট: গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার ফেলে দিতে চাইছে বিজেপি (BJP)। গোয়া, কর্ণাটক, মহারাষ্ট্র, অসম, মধ্যপ্রদেশ, বিহার, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়ার সরকারকে বিপর্যস্ত করতে চাইছে বিজেপি। মোদী সরকারের বিরুদ্ধে শুক্রবার ফের এভাবেই তোপ দাগলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার গঠন করছে। আর সেই সরকারকে ফেলে দেওয়া হচ্ছে বলে কেন্দ্রকে আক্রমণ করেন দিল্লির মুখ্যমন্ত্রী।
They toppled several govts in the country till date - Goa, Karnataka, Maharashtra, Assam, MP, Bihar, Arunachal Pradesh, Manipur & Meghalaya. There is a serial killer in the city who is committing one murder after the other. People choose a Govt, they topple it: Delhi CM Kejriwal pic.twitter.com/r02yS8zE0d
— ANI (@ANI) August 26, 2022
কেজরিওয়াল বলেন, দিল্লির সরকারকে ভাঙতে চাইছে বিজেপি। প্রচুর মানুষ তাঁকে ফোন করে জানতে চাইছেন, সব ঠিক আছে কি না। বিজেপির 'অপারেশন পদ্ম ফুল', 'অপারেশন কাদায়' পরিণত হয়েছে বলেও আক্রমণ করেন কেজরি।
দিল্লির আম আদমির সরকারকে ফেলে দেওয়ার জন্য জাতীয়তা বিরোধী শক্তি সব একত্রিত হয়েছে বলেও আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। এএপির বিধায়কদের ফুঁসলিয়ে দেশের সবচেয়ে জনপ্রিয় সরকারকে ভেঙে দেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন দিল্লির মুখ্যমন্ত্রী। গুজরাট বিধানসভা নির্বাচন পর্যন্ত আপ সরকারকে একের পর এক মিথ্যে অভিযোগে বিদ্ধ করা হবে বলেও মন্তব্য করেন অরবিন্দ কেজরিওয়াল।