Fake News: তামিলনাড়ুর কারুরে (Tamil Nadu Stampede) অভিনেতা থেকে নেতা হয়ে নিজের রাজনৈতিক দল খোলা বিজয়ের সভায় পদপিষ্ট কাণ্ডে ব্রেকিং নিউজ। এই ঘটনাকে কেন্দ্র করে ভুয়ো খবর ও গুজব ছড়ানোর দায়ে গ্রেফতার করা হল তামিলনাড়ুর বিজেপির রাজ্য সম্পাদক সহায়মকে। ৩৮ বছরের এই বিজেপি নেতা রাজ্য়ে দলের শিল্পকলা ও সংস্কৃতি সেলের বড় দায়িত্বে আছেন, তাঁকে পেরুমবাক্কাম থেকে গ্রেফতার করা হয়। পাশাপাশি বিজয়ের দল TVK-র দুই নেতাকেও গুজব ছড়ানোর দায়ে গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ Karur Stampede কাণ্ডে গুজব ছড়িয়ে রাজ্যে হিংসা ছড়ানোর চেষ্টা করেছেন তাঁরা। এদিকে এই পদপিষ্ট কাণ্ডে মৃত্য়ুর সংখ্যা ৪১ হয়ে গিয়েছে।
প্রসঙ্গত, গত শনিবার তামিলনাড়ুর কারু জেলায় বিজয়ের দল TVK-র জনসভায় হুড়োহুড়িতে কমপক্ষে ৪১ জন নিহত এবং ১২৪-এর বেশি আহত হন। এই ঘটনা তামিল সিনেমার সুপারস্টার থেকে রাজনীতিতে প্রবেশকরা বিজয়ের তামিলাগা ভেত্ত্রি কাজাগাম (টিভিকে) দলের প্রথম বড় জয়ের উদযাপন সভায় ঘটে। এই সভায় লক্ষাধিক লোকের ভিড় হয়েছিল। এই ঘটনা নিয়ে তামিলনাডু়তে উত্তেজনা রয়েছে।
দেখুন খবরটি
Tamil Nadu | Three individuals have been arrested for spreading rumours about the Karur stampede:
1. Sahayam, 38, from Perumbakkam, BJP State Secretary (Art & Culture)
2. Sivaneswaran from Mangadu, a TVK member
3. Sarathkumar, 32, from Avadi, TVK's 46th Ward Secretary
Source:…
— ANI (@ANI) September 29, 2025
আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে এই পদপিষ্টে দুর্ঘটনা ইস্যুতে তামিলনাড়ুর স্ট্য়ালিন সরকারের বিরুদ্ধে চাপে রাখতে চাইছে বিজেপি। তামিলনাড়ু মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে সাহায্য ঘোষণা করেছেন। এই পদপিষ্ট কাণ্ডের তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি আরুনা জগদীশনের নেতৃত্বে একটি কমিশন গঠন করেছে তামিলনাড়ু সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং অন্যান্য নেতারা শোক প্রকাশ করেছেন। পুলিশ টিভিকে দলের তিন নেতার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছে।