নতুন দিল্লি, ১৮ মার্চ: দেশজুড়ে হু হু করে ছড়াচ্ছে মারণ রোগ করোনাভাইরাস। সৌদি সফর থেকে ফিরে সংক্রমণ রুখতে বাড়িতে সেলফ কোয়ারেন্টাইনে গেলেন প্রাক্তন রেলমন্ত্রী সুরেশ প্রভু (Suresh Prabhu)। সৌদি থেকে ফেরার পর তাঁর কোভিড-১৯ টেস্ট হয়েছে। কিন্তু তাতে ভাইরাস সংক্রমণের প্রমাণ মেলেনি। তবুও সাবধানতা অবলম্বন করে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে এই বিজেপি নেতা।
মঙ্গলবার দিল্লির বাড়িতে সেলফ কোয়ারেন্টাইনে গিয়েছেন সংসদীয় মন্ত্রী ভি মুরালীধরণ। যদিও তাঁর শরীরেও করোনার জীবাণু মেলেনি। তবুও সংক্রমণ রুখতেই এই সাবধানতা অবলম্বন করা হয়েছে। তাঁর কর্মীরা জানিয়েছেন, মুরালীধরণ এক প্রেস কনফারেন্সে যোগ দিতে কেরালায় গিয়েছিলেন। সেখানে তিনি এক চিকিৎসকের সঙ্গে কথা বলেন। যাঁর শরীরে কোভিড-১৯ পজিটিভ মিলেছে। এই কারণেই আগেভাগে সাবধানতা অবলম্বন করেছেন মুরালীধরণ। ভারতে এখনও পর্যন্ত তিন জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। প্রথমে কর্ণাটকের ৭৬ বছরের বৃ্দ্ধ। তারপর দিল্লির ৬৮ বছরের প্রৌঢ়া, সবশেষে মুম্বইয়ের ৬৪ বছরের প্রৌঢ়। সারা দেশে এখনও পর্যন্ত ১৪৭ জনের শরীরে মিলেছে করোনার জীবাণু। যার মধ্যে ২২ জন আবার বিদেশে। সবথেকে খারাপ অবস্থায় মহারাষ্ট্র। সেখানে ৪২ জনের শরীরে ভাইরাসের প্রমাণ মিলেছে। এদিন সকালে পুণের একজন আক্রান্ত। আরও পড়ুন-Coronavirus Outbreak In India: ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১৪৭, সকালেই পুনেতে মিলল আরও ১ কোভিড-১৯ পজিটিভ
BJP MP Suresh Prabhu has kept himself under isolation at his residence for the next 14 days, as a precautionary measure even after testing negative, following his return from a recent visit to Saudi Arabia to attend Second Sherpas' Meeting on 10th March 2020. (file pic) #COVID19 pic.twitter.com/jz4YYX6ecf
— ANI (@ANI) March 18, 2020
এদিকে গোমূত্র (cow urine) পান করে করোনাভাইরাস থেকে দূরে থাকতে চাইছে পশ্চিমবঙ্গের বিজেপি। এই খবর নতুন নয়, বেশকিছু দিন ধরেই চলছে। এমনকী, গোমূত্র বিক্রিও হচ্ছে। লোকজন তা কিনে নিয়েও যাচ্ছে। বিজেপি সদস্যদের গোমুত্র পার্টি চলছে যেখানে সেখানে। এবার এক কর্তব্যরত পুলিশ কনস্টেবলকে না বলেই গোমূত্র পান করিয়ে দেওয়ার অভিযোগ উঠল কলকাতায়। অভিযোগের তির বিজেপির রাজ্য কমিটির সদস্য নারায়ণ চট্টোপাধ্যায়ের দিকে। সোমবার এক হাতে পিতলের ঘটি অন্য হাতে গোমূত্রের বোতল হাতে প্রচার চালান তিনি। ধরে ধরে সকলকে গোমূত্র পান করিয়েছেন ওই বিজেপি নেতা। সেই সময়ই পুলিশ কনস্টেবলকে না জানিয়ে গোমূত্র পান করিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ উঠেছে।