করোনা টেস্ট (Photo Credits: IANS)

নতুন দিল্লি, ১৮ মার্চ: ভারতে করোনার গ্রাসে (coronavirus cases) ১৪৭। বুধবার সকাল নটা নাগাদ স্বাস্থ্য মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে একথা জানানো হয়েছে। এরমধ্যে ভারতীয়র সংখ্যা ১২২। বাকি ২৫ জন বিদেশি নাগরিক। সবথেকে খারাপ অবস্থায় মহারাষ্ট্র, সেখানে আক্রান্তের সংখ্যা ৪২। এদিন সকালেই পুনের এক বাসিন্দার শরীরে কোভিড-১৯ পজিটিভ মিলেছে। পুণের জেলা শাসক নাবাল কিশোর রাম এই নতুন আক্রান্তের খবর জানিয়েছেন। জানা গিয়েছে, আক্রান্ত ব্যক্তি সম্প্রতি ফ্রান্স ও নেদারল্যান্ডে গিয়েছিলেন। তাঁকে নিয়ে পুনেতে কোরনা আক্রান্তের সংক্যা পৌঁছালো দশে। সমগ্র মহারাষ্ট্রে ৪২ জনের শরীরে করোনাভাইরাসের জীবাণু। এদিন পুনে পুলিশের তরফে সেখানকার বার, রেস্তরাঁ, দোকানপাট স্বেচ্ছায় বন্ধের আবেদন করা হয়েছে। আরও পড়ুন- Coronavirus Outbreak In Maharashtra: করোনার গ্রাসে ফের ১ জন, মহারাষ্ট্রে মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা এবার ৪২

দ্বিতীয় স্থানে রয়েছে কেরালা। সেখানে আক্রান্তের সংখ্যা ২৭। যার মধ্যে দুজন আবার বিদেশি। কর্ণাটকে আক্রান্ত ১১ জন। যাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে ইতিমধ্যেই। উত্তরপ্রদেশে ১৬ জন আক্রান্তের সন্ধান মিলেছে। ১৫ জন ভারতীয় আর একজন বিদেশি। পাঁচ জন ইতিমধ্যেই কোয়ারেন্টাইনে কাটিয়ে ফিরেছেন। মঙ্গলবার নতুন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে পশ্চিমবঙ্গে। বিলেত থেকে কলকাতায় ফিরেছেন ওই যুবক। বিমানবন্দরের পরীক্ষায় জ্বর মেলেনি। তবে পরে তিনি নিজেই বেলেধাটা আইডিতে ভর্তি হয়েছেন। তবে বাড়ির আইসোলেশন না মেনে ঘোরাঘুরি করায় অনেকের সংস্পর্শে এসেছেন। ঠিক কারা কারা তাঁর দ্বারা ভাইরাস আক্রান্ত তা খুঁজে দেখার চেষ্টা চলছে।