প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ বৃষ্টি (Rain) চলাকালীন ছাদে জমা জল (Water) পরিস্কার করতে গিয়ে বাজ পড়ে মৃত্যু বিজেপি নেতার (BJP Leader)। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মথুরায়। মৃত ব্যক্তির নাম বলরাম সিং। কৃষ্ণনগর বিজেপি মণ্ডলের সভাপতি ছিলেন তিনি। জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে থেকেই মথুরায় প্রচণ্ড বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টি চলাকালীন নিজের বাড়ির ছাদেই জমা জম পরিস্কার করতে গিয়েছিলেন ৪০ বছরের বলরাম। আচমকা তখনই বাজ পড়ে। সেখানেই মৃত্যু হয় ওই নেতার। বাজ পড়ার আওয়াজ শুনে ছাদে ছুটে যান তাঁর স্ত্রী। কিন্তু ততক্ষণে সব শেষ।

বাজ পড়ে মৃত্যু মথুরার বিজেপি নেতার

ছাদে গিয়ে দেখেন মৃত অবস্থায় পড়ে রয়েছেন স্বামী। এরপর তাও তাঁকে নিয়ে হাসপাতালে যাওয়া হয়। স্থানীয় বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। প্রতিবেশীদের দাবি, কিছুদিন আগেই বাড়ির ছাদে একটি টিভি অ্যান্টেনা লাগিয়েছিলেন ওই বিজেপি নেতা। ওই অ্যান্টেনাতেই বাজ পড়ে বলে অনুমান তাঁদের। স্বাভাবিকভাবেই বিজেপি নেতার অকালমৃত্যুতে শোক গোটা এলাকায়।

জমা জল পরিস্কার করতে গিয়ে বিপত্তি, ছাদে বাজ পড়ে মৃত্যু বিজেপি নেতার