Maoist, Representational Image (Photo Credit: ANI)

ফের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে নিকেশ মাওবাদী। গত মঙ্গলবার বিজাপুরের (Bijapur) জঙ্গলে অভিযান চালায় কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের যৌথ বাহিনী। আর তাতেই মেলে সাফল্য। বৃহস্পতিবার এই অভিযানে খতম হয় ৬ মাওবাদী। যাদের মধ্যে ৩ জন মহিলা ও ৩ জন পুরুষ ছিল। বিজাপুর ডিআরজি, দান্তেওয়াড়া ডিআরজি, এসটিএফ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর নেতৃত্বে এই অভিযান হয়। মৃতরা সকলেই সিপি মাওবাদী সংগঠনের সদস্য ছিল বলে জানা যাচ্ছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একাধিক অস্ত্র।

সনাক্ত করা গিয়েছে মৃত মাওবাদীদের

ইতিমধ্যে  মোট ছয়জন মাওবাদীকে শনাক্ত করেছে পুলিশ। মৃত মাওবাদীদের মধ্যে ছিল কেন্দ্রীয় এরিয়া কমিটির দায়িত্বে থাকা বিভাগীয় কমিটির সদস্য কান্না এবং অন্যান্য এরিয়া কমিটির সদস্য জগৎ, মাঙ্গালি এবং ভগত সহ অন্যান্য সদস্যরা। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি একে ৪৭, এলএমজি ও ইনসাস রাইফেল। এছাড়া বেশ কয়েকটি বোমা ও নকশালি নথিপত্র। ইতিমধ্যেই সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে।

মাওবাদী নিকেশ অভিযান

প্রসঙ্গত, বিগত কয়েকমাসে একাধিক মাওবাদী কবলিত জায়গায় অভিযান চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের যৌথ বাহিনী। অধিকাংশ মাওবাদীর মৃত্যু হয়েছে, তেমনই অনেকে আত্মসমর্পণ করেছে। আগামী বছরের মধ্যেই দেশ থেকে মাওবাদী নিশ্চিহ্ন করার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই কারণেই এখন সক্রিয়ভাবে মাওবাদী নিকেশ অভিযান শুরু হয়েছে দেশজুড়ে।