পাটনা, ৯ সেপ্টেম্বর: বিহারের সীতামঢ়ি (Bihar Shocker) অঞ্চলে ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা। স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেপ্তার হলেন এক ব্যক্তি। কিন্তু সেই স্ত্রীকে সুরক্ষিত অবস্থায় পাওয়া গেল তাঁর বাপের বাড়িতে। এদিকে শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে বউমাকে পুড়িয়ে মারার অভিযোগ করেছিলেন গৃহবধূর বাপের বাড়ির সসদস্যরা। এই অভিযোগে স্বামীকে গ্রেপ্তারও করে পুলিশ। কিন্তু এরই তদন্ত করতে গিয়ে ধরা পড়ে যে স্ত্রী অক্ষত অবস্থায় তাঁর বাপের বাড়িতে আছেন। আরও পড়ুন-Queen Elizabeth II Dies: মায়ের মৃত্যুর পর ৭৩ বছর বয়সে ইংল্যান্ডের রাজ সিংহাসনে রাজা তৃতীয় চার্লস
নব ভারত টাইমস - এর রিপোর্ট অনুযায়ী বিহারের চোরাউট পুলিশ স্টেশনের অন্তর্গত পরিগামা গ্রামের শশী কুমারের সঙ্গে নেপালের মাহোত্রি জেলার মতিহানি গ্রামের এক মহিলার বিয়ে হয়। কয়েকদিন আগে মতিহানি গ্রামের বিনোদ নায়েক বলে এক ব্যাক্তি চোরাউট পুলিশ স্টেশনে তাঁর মেয়ে হীরাদেবীকে শ্বশুর বাড়ির বিরুদ্ধে পুড়িয়ে মারার অভিযোগ জানান। এই অভিযোগে স্বামী শশী কুমার, দেওর সঞ্জয় মাহাতো ও শ্বাশুড়ি সুমিত্রাদেবীকে গ্রেপ্তার করা হয়।
শশী কুমারকে পুলিশ গ্রেপ্তারের পর তদন্তের প্রয়োজনে নেপালে মৃতার বাপের বাড়িতে যায় পুলিশ। সেখানে মৃত মহিলাকে জীবিত অবস্থায় দেখতে পাওয়া যায়। সঙ্গে সঙ্গেই থানায় নিয়ে আসা হয়।শুক্রবার আদালতে পেশ করা হয়েছে ওই মহিলাকে।