এনডিএ ছেড়ে কংগ্রেস-আরজেডি-র মহাগঠবন্ধনের হাত ধরেছেন। তারপর দেশজুড়ে বিজেপি বিরোধী জোট গড়তে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছেন। বিহারের মুখ্যমন্ত্রী তথা জনতা দল ইউনাইটেড প্রধান নীতীশ কুমার বেশ কয়েক বছর ধরে রাজনৈতিক চমক দিচ্ছেন। তবে এবার নীতীশ আরও বড় চমক দিতে পারেন বলে জল্পনা। INDIA-জোটের জয়ের সম্ভাবনা বাড়াতে নীতীশ উত্তরপ্রদেশের ফুলপুর থেকে ২০২৪ লোকসভায় ভোটে দাঁড়াতে পারেন বলে সূত্রের খবর।
উত্তরপ্রদেশে জেডি (ইউ)-র দায়িত্বে থাকা নেতা শ্রাবন কুমার জানিয়েছেন, নীতীশ কুমার ইউপি-তে থেকে লোকসভা ভোটে জেতার পরিকল্পনা করছেন। শোনা যাচ্ছে অখিলেশ যাদবের সঙ্গে এই নিয়ে কথাও হয়েছ বিহারের মুখ্যমন্ত্রী। নীতীশের যুক্তি হল, বিহারে মহাগঠবন্ধন ভাল জায়গায় আছে। এবার ইউপি-তে বিজেপি বিরোধী জোটের ভাল ফলের জন্য তাঁর সেখান থেকে লড়াটা নিচুতলার কর্মীদের মনোবল বাড়াবে। আরও পড়ুন-
ফের বিপর্যয়, কেদারনাথের পথে বড়সড় ধসে গুঁড়িয়ে গেল ৩টি দোকান, নিখোঁজ প্রায় ১২
দেখুন টুইট
STORY | Bihar politicos squabble over Nitish contesting LS polls from UP
READ: https://t.co/qhXaZSg7Xt
(PTI File Photo) pic.twitter.com/gjoe2K3Pvg
— Press Trust of India (@PTI_News) August 4, 2023
তবে অনেকেই মনে করছেন প্রধানমন্ত্রী পদের রাস্তা খুলে রাখতেই জওহরলাল নেহেরু, ভিপি সিংদের মত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীদের দাঁড়ানো ফুলপুর কেন্দ্র থেকে লোকসভায় জিততে চাইছেন নীতীশ।