Uttarakhand: ফের বিপর্যয়, কেদারনাথের পথে বড়সড় ধসে গুঁড়িয়ে গেল ৩টি দোকান, নিখোঁজ প্রায় ১২
Uttarakhand Landslide (Photo Credit: ANI/Twitter)

দেরাদুন, ৪ অগাস্ট: একটানা বৃষ্টিতে ফের বিপর্যয় উত্তরাখণ্ডে (Uttarakhand)। এক নাগাড়ে বৃষ্টির জেরে এবার কেদারনাদের রাস্তায় নামল ধস। কেদারনাথের রাস্তায় গৌরীকুণ্ডে বড়সড় ধস নামে। যার জেরে পরপর ৩টি দোকান ভেঙে চুরমার হয়ে যায়। ঘটনাস্থলে রাজ্যের বিপর্যয় মোকাবিলাকারী দল পৌঁছেছে। রুদ্রপ্রয়াগ জেলায় গৌরীকুণ্ডের কাছে ধস নামায় ১০ থেকে ১২ জন চাপা পড়তে পারেন বলে আশঙ্কা। বৃহস্পতিবার রাতে যখন একটানা বৃষ্টি শুরু হয়, সেই সময় গৌরীকুণ্ডের কাছে পোস্ট ব্রিজে ওই ধস নামে। যার জেরে পরপর ৩টি দোকান ভেঙে, তার নীচে বেশ কয়েকজনের আটক থাকার আশঙ্কা করছে প্রশাসন। ধসের পর থেকে যাঁদের খোঁজ মিলছে না, তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে।

আরও পড়ুন: Rain Fury In Odisha: ওড়িশায় ফুঁসছে মহানদী, কটকে বইছে স্রোত, দেখুন ভিডিয়ো

প্রচণ্ড বৃষ্টির জেরে পাহাড়ের উপর থেকে বড়বড় পাথর নেমে আসতে শুরু করে। তার জেরেই গোরীকুণ্ডের ওই দোকানগুলি ভেঙে যায় এবং বেশ কয়েকজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকী ধসের পর কেয়ক ঘণ্টা কেটে গেলেও এখনও পর্যন্ত নিখোঁজদের কোনও খোঁজ মেলেনি বলে খবর। স্থানীয় প্রশাসনের সঙ্গে এসডিআরএফ, এনডিআরএফ একসঙ্গে কাজ শুরু করেছে।