Narendra Modi, Nitish Kumar (Photo Credit: Twitter/PTI)

Bihar Exit Poll 2025: দেশের একের পর এক সংস্থার এক্সিট পোলে বিহার বিধানসভা ভোটে বিজেপি, নীতীশ কুমার, চিরাগ পাসোয়ানের জোটের বড় জয়ের কথা বলা হল। দেশের প্রথম সারির পাঁচটা সংস্থার এক্সিট পোলে দাবি করা হল, বিহারে অনায়াসে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় ফিরছে নরেন্দ্র মোদী, নীতীশ কুমারের এনডিএ। ম্যাজিক ফিগারের থেকে অন্তত ২৫-৩০টি আসন বেশি জিততে পারে শাসক দল এমনটাই বেশিরভাগ এক্সিট পোলে দেখা যাচ্ছে। অন্যদিকে, বড় ধাক্কা খেতে চলেছে তেজস্বী যাদবকে মুখ করে ভোটে লড়া বিরোধীদের মহাগঠবন্ধন জোট। প্রথমবার নির্বাচনে লড়া ভোটগুরু প্রশান্ত কিশোরের দল বড়জোড় ২-৪টি আসন জিততে পারে বলে দাবি এক্সিট পোলগুলিতে। তবে আসল ফলের জন্য শুক্রবার পর্যন্ত অপেক্ষা করতে হতে পারেষ যদিও এক্সিট পোল সাম্প্রতিককালে বেশ কয়েকবার একেবারেই মেলেনি। ২০২৪ লোকসভা নির্বাচন থেকে ২০২৪ হরিয়ানা বিধানসভা নির্বাচন- বিভিন্ন নির্বাচনী সমীক্ষা, এক্সিট পোল ভুল প্রমাণিত হয়েছে। মহাগঠবন্ধন জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব এক্সিট পোলগুলির ফলকে একেবারে উড়িয়ে দিয়েছেন।

বিহারে ২৪৩টি-র মধ্যে এনডিএ ১৪০-১৫০টি আসন জিততে পারে

বেশ কয়েকটি সংস্থার এক্সিট পোলের গড় হিসেবে এনডিএ পেতে পারে গড়ে ১৪০ থেকে ১৫০ আসন, যা ২৪৩ আসনের বিধানসভায় স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতার সংকেত দিচ্ছে। সমস্ত প্রধান এক্সিট পোলেই দেখা যাচ্ছে, ২০২০ সালের তুলনায় এবারে এনডিএর আসন সংখ্যা আরও বাড়বে। দ্বিতীয় দফার ৬৭.১৪% রেকর্ড ভোটার উপস্থিতি, উন্নয়ন নিয়ে ব্যাপক প্রচার, বিরোধীদের ছন্নছাড়া মনোভাব এবং মহিলা ভোটারদের সক্রিয় অংশগ্রহণ, এই তিন কারণকেই রাজনৈতিক বিশ্লেষকরা এনডিএ-র সাফল্যের মূল চাবিকাঠি হিসেবে দেখছেন।

এক নজরে বিহারে এক্সিট পোলগুলির ফলাফল

বিপর্যয় হতে পারে আরজেডি, কংগ্রেসের

আরজেডি,কংগ্রেস, বাম দল নিয়ে গঠিত মহাগঠবন্ধন (এমজিবি) এবারে অনেকটাই পিছিয়ে পড়েছে। আরজেডি এককভাবে ৫০ থেকে ৭০টি আসন পেতে পারে বলে অনুমান। কংগ্রেস সেখানে জিততে পারে ২০-২৫টি মত আসন। বিশেষজ্ঞরা মনে করছেন, সংখ্যালঘু ভোট এককভাবে ধরে রাখতে না পারা এবং অভ্যন্তরীণ দ্বন্দ্বই এই ফলের পিছনে বড় কারণ হতে পারে। প্রশান্ত কিশোরের নতুন দল জন সুরাজ পার্টি এবারে প্রায় সব আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও ফলাফল একেবারেই আশানুরূপ নয়।

এক্সিট পোল অনুযায়ী ০ থেকে ৫ আসনের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে JSP-র দলের।