নয়াদিল্লিঃ মৃত ঘোষণা করে দিয়েছেন চিকিৎসক(Doctors)। দেহ ময়নাতদন্তের(Postmortem) জন্য নিয়ে যাওয়ার ব্যবস্থাও প্রায় শেষ। এমনসময় আচমকা উঠে বসল মৃতদেহ(Dead Body)। চেঁচিয়ে ব্যাক্তি বলে উঠলেন, 'আমি তো বেঁচে আছি।' চোখের সামনে এই ঘটনা দেখে কার্যত আঁতকে ওঠেন ডাক্তার সহ হাসপাতালের অন্যান্য কর্মীরা। ঘটনাটি ঘটেছে বিহারের(Bihar) নালন্দা জেলার(Nalanda District) শরিফ হাসপাতালে। জানা গিয়েছে, এই হাসপাতালের দোতলার একটি শৌচাগারের দরজা বন্ধ অবস্থায় পাওয়া যায়। ভিতর থেকে বন্ধ ছিল সে দরজা। অনেক ডাকাডাকি করে সাড়া না মেলায় দরজা ভাঙা হয়। দরজা ভেঙে দেখা যায় শৌচালয়ের মেঝেতে পড়ে রয়েছেন এক যুবক। এরপরই তাঁকে মৃত বলে ঘোষণা করেন ওই হাসপাতালের চিকিৎসকেরা। এই অজ্ঞাত পরিচয় যুবকের মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়। এরই মাঝে জেগে ওঠেন যুবক। পরবর্তীতে জানা যায়, ওই যুবকের নাম রাকেশ কুমার। হাসপাতালে ওষুধ কিনতে এসেছিলেন তিনি। মত্ত থাকায় শৌচালয়ের মধ্যেই জ্ঞান হারান। এই ঘটনা জানাজানি হতে তাঁকে দেখতে হাসপাতালে ভিড় জমান সাধারণ মানুষ।
ময়নাতদন্তের টেবলে উঠে বসল মৃতদেহ
होश आने में देर होती तो पोस्टमॉर्टम हो जाता तो 🤔 नालंदा सदर अस्पताल में बेहोश पड़ा था; CS ने बिना जांच के कहा-मर गया, पोस्टमॉर्टम कराओ
- Nalanda Bihar Sharif Sadar Hospital
नालंदा टाईम्स Nalanda Times #nalandatimes #nalanda #biharsharifsmartcity #biharsharif #biharsharifcity pic.twitter.com/zUe1PAKYqu
— Nalanda Times (@NalandaTimes) September 24, 2024