Nitish Kumar: যৌন নির্যাতনের ঘটনা বেড়ে চলার জন্য পর্ন সাইটকেই দায়ী করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার
নীতীশ কুমার (Photo Credit -ANI)

পাটনা, ৭ ডিসেম্বর: মহিলাদের উপর যৌন নির্যাতনের (Sextual Harrasment) ঘটনা হু হু করে বেড়ে চলেছে দিন দিন। ভারতজুড়ে যা নিত্যকার ঘটনা হয়ে দাঁড়াবার সঙ্গে সঙ্গে পরিণত হয়েছে ত্রাসে। আর এর কারণ হিসেবে পর্ন সাইটগুলিকেই (Porn Site) দায়ী করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Bihar CM Nitish Kumar)। শীঘ্রই এই সমস্ত ইন্টারনেট প্ল্যাটফর্ম ব্যান করার জন্য কেন্দ্রের কাছে আবেদন জানাবেন বলেও শনিবার জানান বর্ষীয়ান বিজেপি নেতা (BJP Leader)।

তাঁর বক্তব্য, অনেক পর্ন সাইটে ধর্ষণের ভিডিও থাকে। ধর্ষকরা নিজেরাই হয়তো সেই ভিডিও তুলে পোস্ট করে থাকেন। যারা এই ধরনের ভিডিও দেখেন তাদের মধ্যে ওই ধরণের পাশবিক মানসিকতা তৈরি হয়। যে কারণে এই ধরনের যৌন উদ্দীপনামূলক ভিডিও দেখার থেকে বিরত করা উচিৎ দেশের নাগরিকদের। তাই এই ধরণের সাইটগুলিকে সবার আগে ব্যান (Ban) করা উচিৎ বলে জানান তিনি। হায়দরাবাদ গণধর্ষণ-খুনের মতো নৃশংস ঘটনা বিহারের বক্সার এবং সমস্তিপুরেও ঘটেছে। সেই প্রসঙ্গ টেনেই নীতীশ কুমার জানান, দেশজুড়ে পর্ন সাইট ব্যান করার আরজি জানিয়ে কেন্দ্রের কাছে চিঠি লিখবেন তিনি। আরও পড়ুন: Hyderabad Encounter: প্রতিশোধ নিয়ে কখনও ন্যায়বিচার দেওয়া যায় না: প্রধান বিচারপতি

তেলঙ্গানা-উন্নাওয়ের পরপর গণধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদে এবার দিল্লির রাজপথে (Delhi) স্বতঃফুর্ত প্রতিবাদে সামিল হলেন নাগরিকরা। উন্নাওয়ের নির্যাতিতার মৃত্যুতে ক্ষুব্ধ নাগরিকদের ক্ষোভ, 'নারী নিরাপত্তা দিতে ব্যর্থ BJP।' এই বিক্ষোভে জলকামান ব্যবহার পুলিশের। সম্প্রতি এক অনুষ্ঠানে তাঁকে বলতে শোনা গিয়েছে, 'সাম্প্ৰতিক সময়ে একটি ভয়ংকর প্রবণতা দেখা যাচ্ছে। হায়দরাবাদ হোক বা বিহার কিংবা উত্তরপ্রদেশ- দেশের বিভিন্ন স্থানে মহিলাদের উপরে যৌন নির্যাতনের একের পর এক ঘটনা সামনে আসছে। সোস্যাল মিডিয়া এবং প্রযুক্তি সুফল নিয়ে কোনও সংশয় নেই। কিন্তু এর নেতিবাচক প্রভাব নিয়েও আমি সব সময় সরব।'