Nitish Kumar (Photo Credit: Twitter)

Nitish Kumar: আর দিন কয়েকের মধ্যেই বিহারে বিধানসভা নির্বাচনের ঘোষণা হতে চলেছে। তার ঠিক আগে রাজ্যে শিল্প আনতে বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (CM Nitish Kumar)। রাজ্যে নতুন শিল্পস্থাপনে বেসরকারি ক্ষেত্রকে উৎসাহিত করতে বেশ কিছু বড় ছাড় ও ভর্তুকির কথা ঘোষণা করলেন বিহারে এনডিএ সরকারের প্রধান নীতীশ। তার মধ্যে আছে মূলধন ভর্তুকি, সুদ ভর্তুকি এবং জিএসটি সংক্রান্ত প্রণোদনার অর্থ দ্বিগুণ আছে।

যারা বেশি কর্মসংস্ছান দেবে, তাদের তত বিনামূল্যে জমি

সেই সঙ্গে নীতীশ জানিয়েছেন, বিহারের সব জেলায় শিল্প স্থাপনের জন্য চাহিদামত জমি বরাদ্দ করা হবে। যে সব শিল্প বেশি কর্মসংস্থান দেবে, তাদের তত বিনামূল্যে জমি দেওয়া হবে। শিল্প স্থাপনের জন্য বরাদ্দ জমি নিয়ে কোনো বিরোধ থাকলে তা দ্রুত সমাধান করা হবে। আগামী ছয় মাসের মধ্যে যারা শিল্প গড়ে তুলবেন, তারাই এই সমস্ত সুবিধা পাবেন।

শিল্প আনতে বিশেষ আর্থিক প্যাকেজের ঘোষণা নীতীশের

নীতীশের দাবি

নীতীশ কুমার বলেন, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো বিহারে শিল্পের উন্নতি করা যুব সমাজকে দক্ষ ও স্বনির্ভর করা এবং তাদের জন্য সর্বাধিক কর্মসংস্থানের সুযোগ তৈরি করে ভবিষ্যৎ সুরক্ষিত করা।