পাটনা, ১৮ নভেম্বর: বিহার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে জোর চর্চা শুরু হয়েছে যাদব পরিবার নিয়ে। লালু প্রসাদ যাদবের পরিবার নিয়ে যখন জোর চর্চা চলছে, সেই সময় মুখ খুললেন আরজেডি সুপ্রিমো। সূত্রের খবর, লালু প্রসাদের দুই সন্তান তেজস্বী এবং রোহিনীর মধ্যে বিবাদ শুরু হয়েছে, তা তিনি নিজেই মেটাতে পারবেন। পারিবারিক বিবাদ তিনি সামলে নিতে পারবেন। ভোট পরবর্তী আরজেডির বৈঠকে লালু প্রসাদ এমনই জানিয়েছেন তাঁর দলীয় কর্মী, সমর্থকদের।
বিহার ভোটে আরজেডির যাঁরা বিধায়ক পদে নির্বাচিত হয়েছেন, তাঁদের নিয়ে বৈঠক ছিল সোমবার। দলের সেই বৈঠকে হাজির হয়েই তেজস্বী এবং রোহিনীর পারিবারিক বিবাদ নিয়ে মুখ খোলেন লালু প্রসাদ যাদব। পাশাপাশি যাদব পরিবারে যে বিবাদ, বিতর্ক শুরু হয়েছে, তা তিনি সামলে নিতে পারবেন বলেও জানান বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
সূত্রের খবর, সোমবার পাটনায় হাজির হয়ে লালু প্রসাদ যাদব বলেন, এটা পুরো পারিবারিক বিষয়। তাই তিনি নিজেই পরিবারের এই বিবাদ সামলে নেবেন বলে দলীয় নেতা, কর্মীদের আশ্বাস দেন লালু যাদব।