NDA Bihar Bandh (Photo Credit: X@ANI)

বিজেপি নেতৃত্বাধীন এনডিএ (NDA Alliance) জোট আজ বিহারে বনধের ডাক দিয়েছে। এই বনধটি  বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর, ২০২৫)সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পালিত হবে।কয়েকদিন আগে বিহারের দ্বারভাঙায় কংগ্রেসের ‘ভোটার অধিকার যাত্রা’ চলাকালীন এক ব্যক্তি মঞ্চ থেকে প্রধানমন্ত্রী মোদী (PM Modi) এবং তাঁর মায়ের বিরুদ্ধে কিছু আপত্তিজনক মন্তব্য করেন। এর প্রতিবাদে এনডিএ-র মহিলা শাখা (NDA Mahila Morcha) এই বনধের ডাক দিয়েছে। এনডিএ-র পক্ষ থেকে জানানো হয়েছে যে এই ধরনের মন্তব্য শুধু প্রধানমন্ত্রী বা তাঁর মায়ের অপমান নয়, বরং সমস্ত মায়ের প্রতি অসম্মান। তাই এই বনধের নেতৃত্বে রয়েছে এনডিএ-র মহিলা মোর্চা।

 

বনধ চলাকালীন স্কুল, কলেজ, কোচিং সেন্টার এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও খোলা থাকবে জরুরি পরিষেবা, যেমন হাসপাতাল, ক্লিনিক, ওষুধের দোকান এবং অ্যাম্বুলেন্স পরিষেবা এই বনধের আওতামুক্ত থাকবে। এছাড়া, ট্রেন পরিষেবাও স্বাভাবিক থাকবে। মহিলা মোর্চা জানিয়েছে এই বনধের উদ্দেশ্য হল শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানো এবং সাধারণ মানুষের দুর্ভোগ যাতে কম হয়, সেদিকে খেয়াল রাখা।