উদ্ধারকারী দলের বোটে সন্তান প্রসব যুবতির (Photo: ANI)

পূর্ব চম্পারণ, ২৬ জুলাই: অতি বৃষ্টিতে বিহারের বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। এখনও পর্যন্ত অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে বলে খবর। রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তর জানিয়েছে, ১০ জেলায় ১০ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। এদিকে উদ্ধারকারী দলের বোটে সন্তানের জন্ম দিলেন এক যুবতি। ঘটনাটি ঘটেছে পূর্ব চম্পারণ জেলায়। এই জেলাও বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত।

আজ জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনীর একটি উদ্ধারকারী নৌকায় ২৫ বছরের এক যুবতি সন্তান প্রসব করেন। পরে মা ও শিশুকে অ্যাম্বুলেন্সে করে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে স্থানান্তরিত করা হয়েছে। মা ও সন্তান দুজনেই ভালো রয়েছে। আরও পড়ুন: Doctor Singing 'Teri Mitti' at COVID-19 Hospital: করোনা রোগীকে দেশাত্মবোধক গান শোনাচ্ছেন চিকিৎসক, ভাইরাল ভিডিয়ো

এদিকে বন্যা পরিস্থিতি মোকাবিলায় রাজ্য বিপর্যয় মোকাবিলা দলের সঙ্গেই উদ্ধার কাজে নেমেছে এনডিআরএফ। ভারতীয় বিমান বাহিনীর হেলিকপ্টার পাঠানো হয়েছে দ্বারভাঙা, পূর্ব ও পশ্চিম চম্পারণ, মধুবনী এবং গোপালগঞ্জে। আজ সকালে একাধিক জায়গায় বায়ুসেনার হেলিকপ্টার থেকে শুকনো খাবার, বেবি ফুড ফেলা হয়। একাধিক জেলায় মানুষকে সরিয়ে অন্যত্র রাখার বন্দোবস্ত হয়েছে বলে বিহার সরকারের তরফে জানানো হয়েছে।