পাটনা, ২৮ জুলাই: মিড ডে মিল (Mid Day Meal) খেয়ে অসুস্থ হয়ে পড়ল ৩৭ পড়ুয়া (Student)। বিহারের চম্পারন জেলার এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায়। চম্পারনের রাজকীয় মধ্য বিদ্যালয় নামে ওই স্কুলের পড়ুয়াদের সঙ্গে সেখানকার রাঁধুনিও অসুস্থ হয়ে পড়েন। মিড ডে মিল খাওয়ার পরপরই ওই ৩৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। রাঁদুনি-সহ ৩৭ পড়ুয়ার চিকিৎসা চলছে। ৩৭ জনের অবস্থা স্থিতিশীল বলেও হাসপাতালের তরফে জানানো হয়।
খাবারে বিষক্রিয়ার জেরেই ওই ৩৭ জন পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। অসুস্থদের আগামী ২৪ ঘণ্টা নজরদারিতে রাখা হচ্ছে। তবে খাবারে নমুনা পরীক্ষা করতে পাঠানো হয়েছে। নমুনা পরীক্ষার পরই পড়ুয়াদের অসুস্থ হওয়ার প্রকৃত কারণ জানা যাবে বলে খবর।
আরও পড়ুন: Monkeypox: যৌন সম্পর্কে সতর্ক থাকুন, মাঙ্কিপক্স রুখতে পুরুষদের সাবধান করল হু
তবে যে তেল দিয়ে মিড ডে মিলের রান্না হয়, তা অপরিশ্রুত বলে মনে করা হচ্ছে। রান্নার তেল ভাল না হওয়াতেই এই দুর্ঘটনা বল প্রাথমিকভাবে মনে করছে প্রশাসন।