দিল্লি, ২৮ জুলাই: বিশ্বের বেশ কিছু দেশে থাবা বসাতে শুরু করেছে মাঙ্কিপক্স (Monkeypox)। এই মুহূর্তে বিশ্বের ৭৮টি দেশে থাবা বসিয়েছে মাঙ্কিপক্স। যা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে। মাঙ্কিপক্সের সংক্রমণ যখন বাড়ছে, সেই সময় ফের সতর্ক করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। সমকামীদের যৌন সংসর্গের মাধ্যমে মাঙ্কিপক্স ছড়ানোর প্রবণতা রয়েছে। ফলে পুরুষরা যাতে যৌন সংসর্গের সময় সাবধানে থাকেন, বিশেষ করে সমকামীরা, সে বিষয়ে সাবধান করেন হু (WHO) প্রধান।
The head of the World Health Organisation advises men at risk of monkeypox to consider limiting sexual partners for now, reports AP
— Press Trust of India (@PTI_News) July 27, 2022
করোনা সংক্রমণ কিছুটা কমলেও, দেশে নতুন করে থাবা বসিয়েছে মাঙ্কিপক্স। কেরল এবং দিল্লিতে মাঙ্কিপক্সের সংক্রমণ মিলেছে। দেশে যে ৪ জনের মাঙ্কিপক্সে আক্রান্ত, তাঁদের মধ্যে ৩ জনই বিদেশ ফেরৎ। শুধু দিল্লির আক্রান্তের বিদেশ ভ্রমণের কোনও ইতিহাস নেই। ফলে বছর ৩১-এর দিল্লির ওই ব্যক্তি কীভাবে মাঙ্কিপক্সে আক্রান্ত হলেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
আরও পড়ুন: COVID 19: গোটা দেশে করোনা সংক্রমণ কমলেও, ৪৪ জনের মৃত্যু চিন্তায় রাখছে ভারতকে
তবে মাঙ্কিপক্স নিয়ে চিন্তার কিছু নেই। মাঙ্কিপক্সের সংক্রমণ রুখে দেওয়া সম্ভব বলেই জজানিয়েছেন বিশেষজ্ঞরা।