হিসার, ১৭ ফেব্রুয়ারি: গয়না, লাইসেন্স-সহ রিভলভার, ১০ লক্ষ টাকা এবং অন্যান্য আরও একাধিক মূল্যবান জিনিস চুরি গিয়েছে বিজেপি নেতা সোনালি ফোগাটের (Bigg Boss 14) হরিয়ানার (Haryana) বাড়ি থেকে। ঘটনার দিন বাড়িতে ছিলেন না সোনালী (Sonali Phogat)। সেসময় বিশেষ কাজে চন্ডীগড়ে গিয়েছিলেন তিনি। ঘরে সিসিটিভি ক্যামেরা থাকলেও ডিজিটাল ভিডিও রেকর্ডার (ডিভিআর), যেটির মধ্যে সমস্ত ফুটেজ ছিল সেটিও ছিনতাই করে। যার জেরে কে বা কারা সোনালী ফোগাটের বাড়িতে প্রবেশ করেছিল, সেই বিষয়ে অন্ধকারে পুলিশ। ঘটনাটির তদন্ত করছে পুলিশ।
৯ ফেব্রুয়ারি বিশেষ কাজে চন্ডীগড় গিয়েছিলেন সোনালি ফোগাট। সম্প্রতি বিগ বস ১৪-তে প্রতিবেশী হিসেবে যোগ দিয়েছিলেন তিনি। এরপর থেকেই তাঁর পরিচিতি মিলেছে দেশজুড়ে। ১৫ ফেব্রুয়ারি চন্ডীগড়ের কাজ মিটিয়ে সে যখন হরিয়ানা হিসারে নিজের বাড়িতে ফেরেন, তখন বাড়ি ঢুকতেই তিনি দেখেন ঘরের লক ভাঙা রয়েছে। ১০ টাকা নগদ টাকা উধাও, চুরি গিয়েছে দামী বেশ কিছু গয়না এবং লাইসেন্সপ্রাপ্ত পিস্তল এবং ৮টি কার্তুদষ
২০১৯ সালের বিধানসভা নির্বাচনে আদমপুর কেন্দ্র থেকে কংগ্রেস নেতা কুলদীপ বিষ্ণোইয়ের বিরুদ্ধে লড়েছিলেন তিনি। হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত ভজন লালের ছেলে তিনি।