দিল্লি, ২৪ জুন: ফের ধর্ষণ (Rape)। এবার ফরাসি পর্যটকের সঙ্গে করা হল অত্যন্ত ঘৃণ্য কুকীর্তি। যে খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে চাঞ্চল্য ছড়ায়। রিপোর্টে প্রকাশ, ফরাসি পর্যটককে ধর্ষণ করা হয়েছে। রাজস্থানের (Rajasthan) উদয়পুরে (Udaipur) এক ফরাসি পর্যটককে ধর্ষণ (French Tourist Raped) করা হয় বলে খবর। যা প্রকাশ্যে আসার পর দায়ের করা হয় এফআইআর।
উদয়পুরের পুলিশ সুপার যোগেশ গয়াল জানান, রাজস্থানের বদগাঁও থানায় দায়ের করা হয়েছে অভিযোগ। তিনি জানান, টাইগার হিলের একটি রেস্তোরাঁয় পার্টি করছিলেন বেশ কয়েকজন ফরাসি পর্যটক। মাঝ রাত পর্যন্ত চলে তাঁদের আনন্দ উৎসব। মাঝ রাত পর্যন্ত পার্টি চলার পর সিদ্ধার্থ নামে এক ব্যক্তির সঙ্গে গল্পে মশগুল হয়ে পড়েন ওই ফরাসি মহিলা। এরপর সিদ্ধার্থই তাঁকে একটি ঘরে নিয়ে যায় এবং সেখানে তাঁর ধর্ষণ করে বলে অভিযোগ।
উদয়পুরে ধর্ষণ ফরাসি পর্যটককে। দায়ের অভিযোগ...
#BREAKING | French Tourist Raped In Udaipur, FIR Registered, Accused On The Run
— NDTV (@ndtv) June 24, 2025
এফআইআরের পর ওই ফরাসি পর্যটকের ডাক্তারি পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে চলছে তদন্ত। সেই সঙ্গে অভিযুক্ত সিদ্ধার্থের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে।