অক্টো রিক্সাতেই তৈরি অ্যাম্বুলেন্স

ভোপাল, ৩০ এপ্রিল: কোভিড (COVID 19) আক্রান্ত রোগীদের পাশে দাঁড়াতে নিজের অটো রিক্সাকে অ্যাম্বুেন্সে পালটে ফেললেন জাভেদ খান। মহামারীর প্রকোপে মানুষ যখন অ্যাম্বুলেন্স, হাসপাতালের শয্যা, অক্সিজেনের খোঁজে অসহায় হয়ে পড়ছেন, সেই দুর্যোগে যাতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন, তার জন্যই ওই সিদ্ধান্ত নেন ভোপালের অটো চালক (Auto Driver)। মানুষের পাশে দাঁড়ানোর সেই প্রয়াস জাভেদের কাছে কঠিন ছিল বেশ। আর তার জন্যই গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেন জাভেদ খান।

নিজের অটোকে অ্য়াম্বুলেন্সে (Ambulance) পরিণত করতে স্ত্রী সমস্ত গয়না বিক্রি করে দেন জাভেদ। স্ত্রীর গয়না বিক্রির টাকা দিয়েই এরপর অটো রিক্সায় অক্সিজেন, স্যালাইনের ব্যবস্থা করেন ওই ব্যক্তি।

আরও পড়ুন: COVID 19: জটিল করোনা পরিস্থিতি, ৩১ মে পর্যন্ত ফের নিষিদ্ধ আন্তর্জাতিক বিমান চলাচল

জাভেদ খান জানান, এই পর্যন্ত তিনি ৯ রোগীকে (Patient) নিজের গাড়িতে করে হাসপাতালে পৌঁছে দিয়েছেন। যেখানে অক্সিজেন(Oxygen) পাওয়া যায়, রোগীদের জন্য সেই লাইনেও গাড়ি নিয়ে দাঁড়াতে দেখা গিয়েছে জাভেদকে।

জাভেদ খানের এই প্রয়াস দেখে নেট জনতা তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন। এমনকী, জাভেদ অটো রিক্সা অ্যাম্বুলেন্সের ছবিও ভাইরাল হয়ে যায় অন্তর্জালে।