জয়পুর, ১২ ডিসেম্বর: লোকসভা নির্বাচনের আগে গোটা দেশ জুড়ে যাত্রা করছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। কেরল (Kerala) থেকে কাশ্মীর (Kashmir) কিংবা মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গোটা দেশ জুড়ে চলছে রাহুল গান্ধীর যাত্রা। মধ্যপ্রদেশ থেকে রাজস্থানে যখন রাহুল গান্ধীর (Rahul Gandhi) ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) পৌঁছয়, সেখানে দেখা গেল অন্য ছবি। রাহুল, প্রিয়াঙ্কার (Priyanka Gandhi) পাশে এবার দেখা মেলে সোনিয়া গান্ধীর নাতনির। অর্থাৎ, প্রিয়াঙ্কা গান্ধীর মেয়েকেও দেখা যায় ভারত জোড়ো যাত্রায়। প্রিয়াঙ্কা-কন্যা, রাহুল গান্ধী, রবার্ট বঢ়রা, প্রত্যেককে সোমবার রাজস্থানে ভারত জোড়ো যাত্রায় পা মেলাতে দেখা যায়। গোটা দেশ জুড়ে মহিলাদের ক্ষমতায়নে নজর দিতে হবে। সেদিকে খেয়াল রেখেই সোমবার ভারত জোড়ো যাত্রায় রাহুলের পাশে দেখা যায় গোটা গান্ধী পরিবারকে।
कहीं दूर तक ज़मीं नजर नहीं आती है
ये तुम्हारी मोहब्बतों का असर है।
वाह राजस्थान...#BharatJodoYatra pic.twitter.com/0hf4cel4gW
— Congress (@INCIndia) December 12, 2022
সোমবার সকালে রাজস্থানের বুন্দি জেলা থেকে শুরু হয় রাহুল গান্ধীদের ভারত জোড়ো যাত্রা। রাহুল, প্রিয়াঙ্কা এবং প্রিয়াঙ্কা-কন্যার পাশে বহু মহিলাকে দেখা যায় আজকের যাত্রায়। মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে গোটা দেশ জুড়ে বার্তা দিতেই এবার কংগ্রেস সচেষ্ট বলে জানানো হয় হাত শিবিরের তরফে।
শুধু তাই নয়, বুন্দি জেলা, কোটা থেকে যখন রাহুল গান্ধীদের পদযাত্রা যেতে শুরু করে, তখন রাস্তার পাশেও দাঁড়িয়ে থাকতে দেখা যায় বহু মহিলাকে।