বাদল অধিবেশনে গান্ধী পরিবারের তুমুল সমালোচনা করে রবার্ট গান্ধীকে বিঁধেছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। অনাস্থা আনা প্রসঙ্গে জানিয়েছিলেন যে সোনিয়া গান্ধীর অনাস্থা আনার পেছনে উদ্দেশ্য হচ্ছে ছেলেকে প্রতিষ্ঠিত করা এবং জামাইকে উপহার দেওয়া।
সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রবার্ট বড়রা জানান, "তাঁরা পার্লামেন্টের সময় নষ্ট করছেন। নতুন বিল এখানে আনা দরকার। বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করা দরকার।আমি গান্ধী পরিবারের একজন সদস্য, যখনই তারা সমস্যায় পড়েছে তখনই তাঁরা আমার নাম সংসদে নিয়েছে। মানুষকে বিভ্রান্ত করার যখনই প্রয়োজন পড়ে তখনই রবার্ট বড়রার নাম উচ্চারণ করতে শুরু করেন তাঁরা।"
#WATCH | On "Bete ko set karna hai aur Damad ko bhent karna hai" remark of BJP MP Nishikant Dubey and remarks on him by other leaders, Robert Vadra says, "They waste Parliament's time. New Bills should be brought there, issues of the country should be discussed there. I am a part… https://t.co/fsHV3THdFD pic.twitter.com/afosHO3bJi
— ANI (@ANI) August 14, 2023