DK Shivakumar or Siddaramaiah - Who Will Be New Karnataka CM?. (Photo Credits: Twitter)

কর্ণাটকে নির্বাচনের পর কে মুখ্যমন্ত্রীর আসনে বসবেন এই নিয়ে এখন বিস্তর চর্চা কংগ্রেস এবং বিরোধী পক্ষে। সিদ্দারামাইয়া, নাকি ডি কে শিবকুমার? কে দৌড়ে এগিয়ে রয়েছেন। সেই ভেবে আশায় দিন গুনছেন কর্ণাটকের মানুষ। এই নিয়ে বেশ কয়েকবার বৈঠকেও বসেছেন কংগ্রেস হাইকমান্ড। তবে সিদ্ধান্ত এখনও নিয়ে উঠতে পারেননি তারা।

তবে দেরী না করে খুব শীঘ্রই মুখ্যমন্ত্রী পদে কাউকে দায়িত্ব দেবেন বলে জানিয়েছে কংগ্রেস। এসবের মধ্যে অনুরাগীদের তরফে ধরেই নেওয়া হয়েছে তাদের নেতাই মুখ্যমন্ত্রী পদে বসছেন। যেমন সিদ্দারামাইয়া। অনুরাগীরা আগে থেকেই ভেবে নিয়েছেন সিদ্দারামাইয়াই বসছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রীর পদে। তাই আগাম উৎসবে মেতে উঠেছে কংগ্রেসের দলীয় অফিসের কর্মীরা। রীতিমতো বাজি ফাটিয়ে সেলিব্রেশনের মুডে রয়েছেন তারা। সেই ছবি ধরা পড়েছে বেঙ্গালুরুর রাস্তায়।

তবে কাকে মুখ্যমন্ত্রীর পদ দেওয়া হবে তা ঘোষণা করা হবে বেঙ্গলুরুতেই বলে জানিয়েছে কংগ্রেস। ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় দেশ এবং কর্ণাটকবাসী।