Bengaluru Bus Fire. (Photo Credits:X)

Bengaluru Bus Fire: বেঙ্গালুরুতে যাত্রীবোঝাই একটি সরকারি বাসে ভয়াবহ আগুন কাণ্ডে চাঞ্চল্য। বেঙ্গালুরু মেট্রোপলিটন ট্রান্সপোর্ট কর্পোরেশনের (BMTC) এক বাসে আগুন ধরে যায়। বাসটি মেজেস্টিক থেকে কাদুগোড়ি এলাকায় যাচ্ছিল। বাসটিতে ৫০-এর বেশি যাত্রী ছিলেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, বাসটির ইঞ্জিন থেকে আগুন ছড়িয়ে পড়ে। BS-VI মডেলের এই বাসের (রেজিস্ট্রেশন KA 57 F 4568) ইঞ্জিন থেকে হঠাৎ ধোঁয়া ও আগুন বের হতে থাকে সকাল ৫:১০ মিনিটে। বাসটির চালক জয়চন্দ্র ধোঁয়া এবং ছোট আগুন লক্ষ্য করার পর সঙ্গে সঙ্গে বাস থামান এবং কনডাক্টর চৌদাপ্পাকে যাত্রীদের দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। সতর্ক বাস কর্মীদের তৎপরতায় সবাই দরজা ও জানালা দিয়ে নিরাপদে বের হতে সক্ষম হন।

কী কারণে বাসটিতে আগুন লাগে

কিছু মিনিটের মধ্যেই আগুনে পুরোপুরি পুড়ে যায় বাসটি। সাহায্য পৌঁছানোর আগেই এটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তবে ৫০-এর বেশি যাত্রী কেউই আহত হননি। দমকলকে দ্রুত খবর দেওয়ার পর এবং নিকটবর্তী স্টেশনের দমকল কর্মীরা প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, আগুনের কারণ ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটি। সম্ভাব্য বৈদ্যুতিক শর্ট-সার্কিট বা জ্বালানি লিক।

দেখুন খবরটি

তদন্তে পুলিশ

এই ঘটনায় BMTC-এর ন্যূনতম রক্ষণাবেক্ষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। যদিও বাসটি তুলনামূলকভাবে নতুন। HAL এন্ট্রান্সের কাছাকাছি এই উচ্চ-যানজট এলাকা আগুনের কারণে সাময়িকভাবে যান চলাচলে ব্যাঘাত ঘটে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার পর যান চলাচল স্বাভাবিক হয়।