বেঙ্গালুরু, ৯ মার্চ: উত্তর-পূর্বের এক বাইক চালকের হেলমেট ভেঙে, তাঁকে প্রকাশ্যে হেনস্থার অভিযোগ উঠল অটো চালকের বিরুদ্ধে। বেঙ্গালুরুর এমনই একটি ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। উত্তর-পূর্বের (North-East) ওই যুবক বেঙ্গালুরুতে (Bengaluru) হাজির হন জীবিকার টানে। র্যাপিডো বাইক ট্যাক্সি চালিয়ে বেঙ্গালুরুতে জীবনধারণ করেন। ইন্দিরা নগর মেট্রো স্টেশনে ওই যুবকের হেলমেট টেনে তা ভেঙে ফেলেন অভিযুক্ত অটো চালক। এমনকী, ওই যুবক ভারত নয়, অন্য দেশ থেকে এসেছেন বলেও চিৎকার করতে শোনা যায় অভিযুক্ত অটো চালককে। বাইক ট্যাক্সির জন্য অটো চালকরা যাত্রী পাচ্ছেন না বলে অভিযোগ করেন। উত্তর-পূর্বের ওই যুবককে হেনস্থার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই কড়া পদক্ষেপ করে বেঙ্গালুরু পুলিশ।
Strict action should be taken against this auto driver under the law.
Is there no such thing as law in Bangalore City?@BlrCityPolice @BlrCityPolice @CPBlr @tv9kannada pic.twitter.com/Uaa4Am9OPV
— freedom of speech B,lore (@freedomlore1) March 5, 2023
এক প্রত্যক্ষদর্শী ওই ভিডিয়ো শ্যুট করে এবং তা পোস্ট করেন। উত্তর-পূর্বের মানুষকে কেন হেনস্থা করা হবে, তা নিয়ে প্রশ্ন তুলতে দেখা যায় নেটিজেনদের। ইন্দিরানগরে যা হয়েছে, পুলিশ তা খতিয়ে দেখছে। উপযুক্ত পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।