রবিবার সকালে বেঙ্গালুরুতে অবাক করা ঘটনা। বাগিচার শহরে জেপি নগর অঞ্চলের ডালমিয়া সার্কেলের কাছে রাস্তার ধারে দাঁড়ানো একটি ইলেকট্রিক গাড়ি থেকে ভয়বাহ আগুন লাগতে দেখা যায়। গাড়ি থেকে আগুন বের হতে দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়ায়।
ইলেকট্রিক গাড়ি থেকে আগুন বের হতে দেখে কৌতূহলি জনতা ভিড় করে। খবর দেওয়া হয় পুলিশকে। দমকল কর্মীরা এসে আগুন নিভিয়ে দেন। কী করে এই আগুন লাগল তা এখনও জানা যায়নি।
দেখুন ভিডিয়ো
Bengaluru: An electric car caught fire near Dalmia Circle in JP Nagar area today. No casualties. Reason is yet to be ascertained.#Bengaluru#ElectricVehicle#Firepic.twitter.com/x55fvJjKbG
— IndiaToday (@IndiaToday) October 1, 2023
দেশের বেশ কিছু জায়গা থেকে মাঝেমাঝেই ইলেকট্রিক স্কুটার বা ই বাইকে অগুন লাগার ঘটনা খবর শোনা যায়। বেশীরভাগ ক্ষেত্রে ই স্কুটারে আগুন লাগার পিছনে ব্যাটারি গরম বা অন্য কোনও যান্ত্রিক ত্রুটি থাকে। অনেক সময় ইলেকট্রিক স্কুটার বা ই বাইক রোদে রাখার ফলেও আগুন লেগে যেতে দেখা যায়।