Photo Credits: ANI

স্টেটহুড দিবস (Statehood Day) উপলক্ষ্যে মণিপুর, ত্রিপুরা এবং মেঘালয়াকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ (Droupadi Murmu)। নিজের এক্স হ্যান্ডেলে তিন রাজ্য উন্নতির দিকে ক্রমশই এগিয়ে চলেছে সেই বার্তা দেন রাষ্ট্রপতি।

তিনি জানান, "স্টেটহুড দিবস উপলক্ষ্যে মণিপুর, মেঘালয়া এবং মণিপুরবাসীকে শুভেচ্ছা। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি সাংস্কৃতিক ভাবেও পরিপূর্ণ এই দেশগুলি। এই তিনটি রাজ্য উন্নতি, সমৃদ্ধি এবং শান্তির পথে এগিয়ে চলেছে। মেঘালয়, ত্রিপুরা এবং মণিপুরের নাগরিকদের শুভেচ্ছা। "

এই বছর ত্রিপুরা, মেঘালয় এবং মণিপুর রাজ্যের ৫২ তম প্রতিষ্ঠা দিবস। ১৯৭২ সালে এই তিনটি রাজ্য পুরোদস্তর রাজ্যে পরিণত হয়। ১৯৭১ সালের নর্থ ইস্টার্ন রিজিওন রি অর্গানাইজেশন অ্যাক্টের অধীনে পুরোপুরিভাবে রাজ্যে পরিণত হয়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফেও এক্স হ্যান্ডেলে প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে শুভেচ্ছা বার্তা জানানো হয়।

তিনি জানান,"মণিপুরের স্টেটহুড দিবস উপলক্ষ্যে রাজ্যের মানুষকে আমার শুভেচ্ছা। ভারতের উন্নতিতে মণিপুরের অবদান অনেক গুরুত্বপূর্ণ। রাজ্যের সংস্কৃতি এবং ঐতিহ্যের ওপর আমরা গর্বিত। মণিপুরের উন্নতির জন্য আমি প্রার্থনা করি।"

মণিপুরে জাতিগত দাঙ্গায় নিহত হয়েছেন বেশ কিছু মানুষ। বিগত কয়েক মাস ধরে আইন শৃঙ্খলার অবনতির কারণে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে মণিপুর জুড়ে।