মহীশূর, ২০ নভেম্বর: তপশিলি জাতি ও উপজাতিদের চুল কাটতে চেয়েছিলেন। এই অপরাধে এক নাপিত পরিবারকে সামাজিকভাবে বয়কট করা হল। শুধু বয়কটই নয়, একঘরে করার পাশাপাশি পরিবারের কর্তাকে দিতে হবে ৫ হাজার টাকা জরিমানা। এই নিদান দিয়েছেন গ্রামের প্রধান। চাঞ্চল্যকর ঘটনাটি মহীশূর (Mysuru) জেলার নানজানাগুডু তালুকের অন্তর্গত হাল্লারে গ্রামের। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে ওই নাপিতের নাম মল্লিকার্জুন শেট্টি। তিনি বলেন, “এনিয়ে তিনবার আমার সঙ্গে এমন ঘটনা ঘটল। আগেও আমি এজন্য জরিমানা গুনেছি। তপশিলি জাতি উপজাতি সংপ্রদায়ের মানুষদের চুল দাড়ি কাটায় আমার উপরে এমনই অত্যাচার করছেন চান্না নায়েক ও তাঁর দলবল। যদি এই সমস্যার আশু সমাধান না হয় তাহলে পরিবার-সহ তাঁকে আত্মহত্যা করতে হবে।” আরও পড়ুন-Coronavirus Cases In India: দিল্লিতে বাড়ছে সংক্রমণ, শুক্রবার ভারতে করোনার পরিসংখ্যান ছাড়ালো ৯০ লাখ
Karnataka: A family in Hallare village of Nanjanagudu taluk, Mysuru district -that runs a hair-cutting salon- reportedly socially-boycotted and asked to pay a fine of Rs 50,000 by the leaders of the village, allegedly for offering haircut to members of SC and ST communities. pic.twitter.com/Dbn4WkKwbs
— ANI (@ANI) November 20, 2020
বছর দুয়েক আগে এমনই সামাজিক বয়কটের স্বীকার হয়েছিল রাজস্থানের একটি পরিবার। সেই পরিবারের কর্তার প্রয়ামে তাঁর চার মেয়ে বাবার খাটিয়ায় কাঁধ দিয়েছিলেন। এই ছিল তাঁদের অপরাধ। ঘটনাটি রাজস্থানের বুন্দি এলাকার। সেখানকার রেগার সম্প্রদায়ের মধ্যে ঘটনাটি ঘটে। এরপর নিদান দেয় বুন্দি পঞ্চায়েত। বলা হয়, ক্ষমা চাইতে হবে গোটা পরিবারকে। এজন্য সর্বসমক্ষে সবাইকেই নীলডাউন হতে হবে, তাহলেই মিলবে ক্ষমা। কিন্তু সেই পরিবারেরই এক কন্যা এমন কাজ করতে অস্বীকৃত হলে পঞ্চায়েতে তরপে শাস্তি হিসেবে গোটা পরিবারকে বয়কট করা হয়। সমাজে থেকেও একেবারে একঘরে যায় পরিবারটি।