আজ ২৮ অগাস্ট সারা ভারত জুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে । ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ১৩ জন ব্যাঙ্ক কর্মী তথা ইউনিয়ন আধিকারিককে চার্জশিট দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ করতেই এই ধর্মঘটের ডাক দিয়েছে সর্বভারতীয় ব্যাঙ্ক কর্মী সংগঠন। এই সংগঠনের সাধারণ সম্পাদক সিএইচ ভেঙ্কটচালাম তাঁর এক্স হ্যান্ডলে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়েছেন এবং সংগঠনের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছেন সরকারের কাছে এই ধর্মঘটের (Bank Strike) মাধ্যমে তারা ঠিক কী দাবি জানাতে চাইছেন। এক্স হ্যান্ডলে সিএইচ ভেঙ্কটচালাম লিখেছেন, '২৮ অগাস্ট বুধবারের এই ব্যাঙ্ক ধর্মঘটের ডাক মূলত ব্যাঙ্ক কর্মীদের ইউনিয়ন AIBOC, NCBE, BEFI, AIBOA, INBOC, INBEF-এর উপর রাজনৈতিক আক্রমণের বিরোধিতা প্রদর্শন।
#AIBEA’s call for strike on 28th August, 2024 Against political attack on trade union
AIBOC–NCBE–BEFI–AIBOA–INBOC–INBEF extend support pic.twitter.com/OwXANu6OmG
— CH VENKATACHALAM (@ChVenkatachalam) August 20, 2024
সর্বভারতীয় ব্যাঙ্ক কর্মী সংগঠন ছাড়াও আজকের ব্যাঙ্ক ধর্মঘটে (Bank Strike) সামিল হবার আহ্বান জানানো হয়েছে অন্যান্য আরও ৫টি ব্যাঙ্ক ইউনিয়ন সংগঠনকে। এর মধ্যে রয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন, অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসারস কনফেডারেশন, ন্যাশনাল কনফেডারেশন অফ ব্যাঙ্ক এমপ্লয়িজ, ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়া প্রমুখ সংগঠন। গত ২৬ অগাস্ট জন্মাষ্টমীর কারণে সারা দেশ জুড়েই বন্ধ ছিল ব্যাঙ্ক পরিষেবা। স্বাধীনতা দিবস, রাখি পূর্ণিমার কারণেও বন্ধ ছিল ব্যাঙ্ক।এছাড়া শনি-রবিবারের ছুটিও রয়েছে। তারফলে বলা যায় এই ধর্মঘটে(Bank Strike) ব্যাঙ্কিং পরিষেবা ও লেনদেন এই কারণে আজ বিঘ্নিত হতে পারে বিভিন্ন ব্যাঙ্কে। ফলে বোঝাই যাচ্ছে ব্যাঙ্ক ছাড়াও এটিএমেও আজ বিঘ্নিত হতে পারে পরিষেবা।