Bank Holidays November 2024: উৎসবে মোড়া অক্টোবর মাসে প্রায় ১৫ দিন বন্ধ ছিল ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে মাস পড়ার আগেই প্রকাশ করা হয় আগামী মাসের ব্যাঙ্ক ছুটির তালিকা। এই তালিকা প্রকাশের ফলে তালা বন্ধ ব্যাঙ্ক দেখে ফিরে আসতে হয় না কাউকেই। এমন বহু ক্ষেত্রেই দেখা যায়, জরুরি কাজ গিয়ে ব্যাঙ্ককে গিয়ে তালা বন্ধ দেখে কতশত মানুষ ফিরে আসেন। আই আরবিআই-এর (RBI) ব্যাঙ্ক ছুটির তালিকা খুবই প্রয়োজনীয়। নভেম্বরের মাসের ব্যাঙ্ক ছুটির তালিকা প্রকাশ করল শীর্ষ ব্যাঙ্ক।
তবে রাজ্য বিশেষে ব্যাঙ্ক ছুটির দিবসও ভিন্ন হয়। কারণ বিভিন্ন রাজ্যের উৎসব বিভিন্ন হয়। তাই ছুটিও ভিন্ন। তবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটি সামগ্রিক 'ব্যাঙ্ক হোলি ডে লিস্ট' প্রকাশ করে। সব মিলিয়ে নভেম্বর মাসে মোট ১৩ দিন ব্যাঙ্ক ছুটি।
নভেম্বর মাসে কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক? জানুন সম্পূর্ণ তালিকা...
- ১ নভেম্বরঃ দীপাবলি অমাবস্যা উপলক্ষ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
- ২ নভেম্বরঃ দীপাবলির চতুর্থ দিন বালি প্রতিপদা হিসাবে পালন করা হয়। এই দিনও ব্যাঙ্ক বন্ধ।
- ৩ নভেম্বরঃ রবিবার। এদিন দেশের সমস্ত ব্যাঙ্কই বন্ধ। অর্থাৎ নভেম্বরের প্রথম তিন দিনই ব্যাঙ্ককর্মীদের ছুটি।
- ৭ নভেম্বরঃ ছট পুজো উপলক্ষ্যে বিহারের পাটনা এবং রাঁচির ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ৮ নভেম্বরঃ ভেঙ্গালা উৎসব। মেঘালয় এবং পাটনার ব্যাঙ্ক গুলো বন্ধ।
- ৯ নভেম্বরঃ দ্বিতীয় শনিবার। সারা দেশের ব্যাঙ্ক বন্ধের দিন।
- ১০ নভেম্বরঃ রবিবার। মাসের সাপ্তাহিক ছুটি।
- ১২ নভেম্বরঃ ইগাস বাগয়াল উপলক্ষ্যে দেহরাদুনের সমস্ত ব্যাঙ্ক বন্ধ।
- ১৫ নভেম্বরঃ গুরু নানক জয়ন্তী এবং কার্তিক পূর্ণমা। কলকাতা, নয়া দিল্লি, মুম্বই, জম্মু, ভূবনেশ্বর, শ্রীনগর-সহ বহু শহরের ব্যাঙ্ক বন্ধ।
- ১৭ নভেম্বরঃ রবিবার, দেশের সমস্ত ব্যাঙ্কই বন্ধ।
- ১৮ নভেম্বরঃ কনকদাস জয়ন্তী। বেঙ্গালুরুর ব্যাঙ্ক বন্ধ।
- ২৩ নভেম্বরঃ মাসের চতুর্থ শনিবার। ব্যাঙ্কের সাপ্তাহিত ছুটির দিন।
- ২৪ নভেম্বরঃ রবিবার, দেশ জুড়ে সমস্ত ব্যাঙ্ক বন্ধ।
তবে ব্যাঙ্ক বন্ধ থাকলেও অনলাইনে ব্যাঙ্কের পরিষেবা চালু থাকবে।